শুভব্রত মুখার্জি:- কলকাতার আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার জেরে হওয়া আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এমন আবহে আজ সল্টলেক স্টেডিয়ামে ডুরান্ড কাপের যে ডার্বি হওয়ার কথা ছিল, তা ইতিমধ্যেই বাতিল ঘোষণা করা হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গলকে দেওয়া হয়েছে একটি করে পয়েন্ট। ফলে দুই দল চলে গিয়েছে কোয়ার্টার-ফাইনালে। এমন আবহে স্পষ্ট হয়ে যায় ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সূচির চিত্রটা। কোয়ার্টারে কোন দলের প্রতিপক্ষ কোন দল? কখন মুখোমুখি হবে তারা? কোথায় হবে ম্যাচ? আসুন সব বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ডুরান্ডের গ্রুপ পর্বে এক গ্রুপে ছিল কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। গ্রুপের এই ডার্বি ইতিমধ্যেই বাতিল ঘোষণা করা হয়েছে। গ্রুপে মোহনবাগান তাদের দুটি ম্যাচেই জিতেছিল। হারিয়েছিল ডাউনটাউন হিরোজকে ১-০ গোলে এবং ইন্ডিয়ান এয়ার ফোর্সকে ৬-০ গোলে।
আর এরপরেই শনিবার কোয়ার্টার ফাইনালের সূচি ঘোষণা করা হয়েছে। কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের খেলবে পঞ্জাব এফসির বিরুদ্ধে এবং ইস্টবেঙ্গল খেলবে শিলং লাজংয়ের বিরুদ্ধে। ২১ অগস্ট সন্ধ্যা সাতটার সময়ে ইস্টবেঙ্গল ক্লাব মুখোমুখি হবে শিলং লাজংয়ের। ২৩ অগস্ট বিকেল চারটের সময় মোহনবাগান মুখোমুখি হবে পঞ্জাব এফসির। জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে খেলা হবে ম্যাচ।
প্রসঙ্গত গতবারের চ্যাম্পিয়ন দল মোহনবাগান। তারা ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারের ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এবং ইন্ডিয়ান আর্মি। এই ম্যাচটি হবে ২১ অগস্ট বিকেল চারটের সময়ে অসমের কোকরাঝাড়ে। অপর একটি ম্যাচে খেলবে বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার্স। এই ম্যাচটি সন্ধ্যা ৭টার সময় খেলা হবে বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।