অতীতের কথা মনে রেখে এবারের আইএসএলে নামতে চায় না মোহনবাগান। সুপার জায়ান্টের কোচ জুয়ান ফেরান্দোর কোচিং-এ গত ছ’মাসে দু’টি ট্রফি জিতেছে সবুজ-মেরুন বাহিনী। গতবারের আইএসএল কাপ জয়ের পর তারা ডুরান্ড কাপেও চ্যাম্পিয়ন হয়েছে। এই বাড়তি আত্মবিশ্বাস নিয়েই শনিবার আইএসএলের প্রথম ম্যাচে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে নামতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড।
(MB vs PFC Live Match ISL 2023-24 score: অভিযান শুরু করছে মোহনবাগান, প্রতিপক্ষ পঞ্জাব-- লাইভ দেখুন এখানে ক্লিক করে)
চলতি আইএসএল-এর প্রথম ম্যাচে নামার আগে ফেরান্দো জানালেন, ‘নতুন টুর্নামেন্ট শুরু হবে। ডুরান্ড কাপে কী হয়েছে বা এএফসি কাপে কী হয়েছে তা নিয়ে ভেবে লাভ নেই। বর্তমান ও ভবিষ্যতের দিকে তাকাতে হবে আমাদের। ঘরের মাঠে আইএসএল অভিযান শুরু করছি আমরা। অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ। পঞ্জাব ভালো দল। ওরা গতবারের আইলিগ চ্যাম্পিয়ন। ভালো ম্যাচ হবে। আমাদের ৯০ মিনিটই ফোকাস ধরে রাখতে হবে।’
প্রথম ম্যাচকেই ফাইনালের মতো দেখতে চান মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। তিনি বলেন, ‘ম্যাচের জন্য দলকে প্রস্তুত করাই আমার লক্ষ্য। কম সময়ে অনেক ম্যাচ খেলতে হয়েছে আমাদের। তাই কিছু খুঁটিনাটি ব্যাপার নিয়ে আমরা বেশি চর্চা করতে পারনি। সেগুলো এখন করছি। ঘরের মাঠে প্রথম ম্যাচ হলেও এই ম্যাচকে ফাইনালের মতোই দেখতে হবে। প্রত্যেককে তৈরি থাকতে হবে। সবাইকে মানসিক ভাবেও নিখুঁত থাকতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।