বাংলা নিউজ >
দেখতেই হবে >
মা হওয়ার পর 'বুলেট সরোজিনী'তে বড় চমক শ্রীময়ীর! সঙ্গে অর্ণব-দিয়া-অভিষেকের খুনসুটি
Updated: 30 Apr 2025, 12:37 PM IST
Sayani Rana
৫ মে থেকে স্টার জলসার পর্দায় আসছে নতুন মেগা 'বুলেট সরোজিনী'। মঙ্গলবার মেগার কলাকুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন নির্মাতারা। প্রকাশ্যে এল ধারাবাহিকের বিভিন্ন চরিত্রের লুক। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ধারাবাহিকের শ্যুটিং। মেগায় 'সরোজিনী'র ভূমিকায় দেখা যাবে দিয়া বসুকে, তাঁর দুই নায়কের ভূমিকায় থাকবেন অর্ণব বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বীর শর্মা। তাছাড়াও এই মেগায় দাপুটে 'রাগিনী চট্টোপাধ্যায়'-এর চরিত্রে দেখা যাবে শ্রীময়ী চট্টরাজকে। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।