অভিযোগ মেট্রোর মধ্যে মহিলাদের গায়ে হাত দিয়ে অভব্য আচরণ করেছেন ওই যুবক। তারপরই উতꦿ্তেজনা শুরু হয়। নববর্ষের আগের রাতে এই ঘটনায় কুঁদঘাট স্টেশনে 🃏(নেতাজি সুভাষ) তুমুল উত্তেজনা শুরু হয়। ওই স্টেশনে নামিয়ে ওই যাত্রীকে তুমুল জুতোপেটা করা হয়েছে বলে খবর। পরে রিজোন্ট পার্ক থানার পুলিশের হাতে ওই যাত্রীকে তুলে দেওয়া হয়।
সোমবার রাত ৯ টা নাগাদ ঘটনাটি ঘটে ব্লু লাইনের কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার লাইনে একটি ট্রেনে। জানা যাচ্ছে, ট্রেন রবীন্দ্র সরোবর স্টেশন ছাড়ার পরই শুরু হয় অশান্তি। একজন নন, বেশ কয়েকজন মহিলা দাবি করেন, এক যুবক তাঁদের গায়ে হাত দিয়ে অভব্য আচরণ করেছেন। তারপরই উত্তেজনা বাঁধে। প্রথমে শুরু হয় কথা কাটাকাটি। মেট্রোর ভিতরেই তুমুল অশান্তি শুরু হয়। জানা যায়, ভিড়ের মধ্যে এক মহিলার গায়ে হাত দেওয়ার অভিযোগ রয়েছে যুবকের বিরুদ্ধে। পরিস্থিতি জটিল হতে থাকে উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশন ছাড়তেই। এℱরপরই ট্রেন কুঁদঘাট স্টেশনে ঢুকলে, সেখানে যুবককে বের করে আনা হয় ট্রেন থেকে। এরপর মহিলা যাত্রীরা সেখানে ওই অভিযুক্তকে ফেলে মারধর করেন। চলে জুতোপেটা। একটি সূত্রের খবর তখনই সেখানে পৌঁছয় আরপিএফ। জানা যায় প্রথমে তর্কাতর্কি দিয়ে ঘটনা শুরু হয়। অভিযুক্ত ব্যক্তি ওই যাত্রীর গায়ে হাত তোলেন। তখনই অন্য যাত্রীরা ঝাঁপিয়ে পড়েন। নববর্ষের আগের রাতের কলকাতায় মেট্রোর মধ্যে তখন ধুন্ধুমার কাণꦏ্ড।
( Budh Two Time Gochar: একবার নয়, বুধের এবার ২ টি♍ গোচর এক মাসেই! মেষ সহ একগুচ্ছ রাশিতে সৌভাগ্য বর্ষণ)
জানা গিয়েছে, পরে ওই ব্যক্তিকে আরপিএফের হাতে তুলে দেওয়া হয়েছে। এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ পরে জানায়, অভꦯিযোগ পাওয়া গিয়েছে, রিজেন্ট পার্ক থানাকে খবর দেওয়া হয়েছে। পরে খবর পেতেই সেখানে পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশ। সেখানে পৌঁছতেই পুলিশের হাতে ওই ব্൲যক্তিকে তুলে দেওয়া হয়।