সন্দেশখালিতে ফের শাহজাহান বাহিনীর হামলার শিকার হিন্দু রমণী। এবার মারধর করে সন্দেশখালির প্রতিবাদী মহিলা শাঁখা বেড়ে দেওয়া ও সিঁদুর মুছে দেওয়ার অভিযোগ শেখ শাহজাহান আশ্রিত দস্যুদের বিরুদ্ধে। নির্যাতিতা গীতা বরের দাবি, অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ করেনি পুলিশ। পালটা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১ জনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা।
অভিযোগ, সম্প্রতি সন্দেশখালির বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের কাঠপোলের বাসিন্দা গীতা বরের বাড়িতে হানা দেয় শাহজাহানের গুন্ডারা। তাঁর স্বামী ও ভাসুরকে ব্যাপর মারধর শুরু করে তাঁরা। গীতাদেবী বাধা দিতে গেলে তাঁকেও নিগ্রহ করে। ভেঙে দেওয়া হয় তাঁর শাঁখা, মুছে দেওয়া হয় সিঁদুর। এর পর ওই মহিলার ২ শিশু সন্তান মায়ের কাছে ছুটে গেলে তাদেরও দস্যুরা ছুঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ।
গীতাদেবী বলেন, শাহজহাজান জেলে থাকলেও তাঁর বাহিনী সন্দেশখালিতে ফের দাপিয়ে বেড়াচ্ছে। আমি বিজেপিকে সমর্থন করি বলে আমার ওপর হামলা হয়েছে। আমার শাঁখা বেড়ে দিয়েছে, সিঁদুর মুছে দিয়েছে। আমার ছেলেদের চেলে ফেলে দিয়েছে। ওরা বাড়ি থেকে বেরোলে হুমকি দিচ্ছে। আমাকে বলেসে সাদা থান পরাবে। পুলিশকে জানিয়েছি, কিন্তু কোনও পদক্ষেপ করেনি। অসম্ভব আতঙ্কে আছি।
তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় ১ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।