কোনও সেমেস্টারের যদি বকেয়া থাকে বা সম্পূর্ণ নাও হয়ে থাকে, তাহলেও সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত একটি মামলায় এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য।উল্লেখ্য, হুগলির কবি সুকান্ত মহাবিদ্যালয়ের ইংরেজি সাম্মানিক স্নাতকের পড়ুয়া তাহিতি সিংহ রায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। তিনি জানান, সেমেস্টারে পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ড তাঁকে দেওয়া হয়নি। এর প্রেক্ষিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের করফে আদালতকে জানানো হয়, তাহিতির প্রথম সেমেস্টারের ফি বকেয়া। ২০১৮ সালে প্রথম সেমেস্টার ক্লিয়ার করেননি তাহিতি। তবে পরের সেমেস্টারগুলি পাশ করেন তিনি। তবে কোভিডের কারণে প্রথম সেমেস্টার ক্লিয়ার করার সুযোগ পাননি। এই পরিস্থিতিতে এখন তাঁকে শেষ সেমেস্টারে বসতে দেওয়া হচ্ছে না। নিয়ম অনুযায়ী, কোনও সেমেস্টার ক্লিয়ার না থাকলে ফাইনাল সেমেস্টারের আগে সেই সেমেস্টার ক্লিয়ার করতে হয় পড়ুয়াকে। তবে হাহিতির দাবি, তিনি সেই সেমেস্টার ক্লিয়ার করার সুযোগই পাননি।এই সওয়াল জবাব শুনে উচ্চ আদালত নির্দেশ দেয়, অতিমারির সময় কোনও পরীক্ষা বকেয়া থাকলে তা ২০২২ সালের ফেব্রুয়ারি বা বিশ্ববিদ্যালয়ের ঠিক করা সময়ে সেই পরীক্ষা নিতে হবে। এই আবহে মামলাকারী তাহিতি বকেয়া সেমেস্টার ক্লিয়ারের সুযোগ পেলে এবং সেই পরীক্ষা পাশ করলে তাঁর চূড়ান্ত পরীক্ষার অ্যাডমিট কার্ড পেতেও আর কোনও সমস্যা হবে না।