হাওড়া ময়দান থেকে মেট্রোয় চেপে সোজা সল্টলেক সেক্টর ফাইভ- সেই স্বপ্নপূরণের পথে একটা বড় পদক্ষেপ ফেলল কর্তৃপক্ষ। কারণ আজ ইস্ট-ওয়েস্ট মেট্রোর (গ্রিন লাইন) এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত অংশে পরিদর্শন সারলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (উত্তর-পূর্ব সীমান্ত সার্কেল) সুমিত সিংঘল। মেট্রো সূত্রে খবর, প্রাথমিকভাবে ওই অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সিআরএস। সেই পরিস্থিতিতে দ্রুত সিআরএসের সবুজ সংকেত পেয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী সংশ্লিষ্ট মহল। আর সেই অনুমোদন এসে গেলেই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো ১৬.৫৫ কিলোমিটার অংশে বাণিজ্যিক পরিষেবা চালু করে দেওয়া হবে। কবে সেই পুরো পরিষেবা চালু করা হবে, তা সিআরএসের অনুমোদন পাওয়ার পরই নির্ধারণ করা হবে বলে সূত্রের খবর।
এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো চালু করতে তোড়জোড়
এমনিতে আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের দুটি পৃথক অংশে পরিষেবা চালু আছে। একদিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো চালানো হচ্ছে। অন্যদিকে মেট্রো চলছে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। বৌবাজারে ধসের কারণে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে এখনও বাণিজ্যিক পরিষেবা চালু করা যায়নি। সেই পরিষেবা শুরু করার জন্যই যাবতীয় তোড়জোড় চলছে।
আরও পড়ুন: সোমে ভারী বৃষ্টি ২ জেলায়, ৭০ কিমিতে ঝড়ের তাণ্ডব ৭টিতে! বাংলায় গরম কমবে ৫ ডিগ্রি
ঘুরে বিভিন্ন জায়গা পরিদর্শন করেন CRS
আর তারই অংশ হিসেবে রবিবার এসপ্ল্যানেড-শিয়ালদা অংশ পরিদর্শনে আসেন সিআরএস। খতিয়ে দেখেন টানেলে ভেন্টিলেশন ব্যবস্থা, লাইন, আপৎকালীন ব্যবস্থা, সুড়ঙ্গের মতো বিভিন্ন জিনিস। মেট্রো চলাচলের বিষয়টিও খতিয়ে দেখেন সিআরএস। ঘুরে দেখেন বিভিন্ন জায়গা।
পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন ইস্ট-ওয়েস্ট মেট্রোর দায়িত্বপ্রাপ্ত এজেন্সি কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (কেএমআরসিএল) ম্যানেজিং ডিরেক্টর তথা মেট্রো রেলওয়ের প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার অনুজ মিত্তলও। তাছাড়াও ছিলেন কেএমআরসিএল এবং মেট্রো রেলওয়ের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা।
মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় লাখ-লাখ মানুষ
সেই পরিদর্শনের পরে আপাতত সিআরএসের অনুমোদনের অপেক্ষায় আছে মেট্রো কর্তৃপক্ষ। সেই অনুমোদন ছাড়া কোথাও বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা শুরু করা যায় না। শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রোর ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হওয়ার কোনও প্রশ্ন নেই।
আর সিআরএসের অনুমোদন পেলেই নির্ধারণ করা হবে যে কবে থেকে বাণিজ্যিকভাবে শিয়ালদা এবং এসপ্ল্যানেডের মধ্যে মেট্রোর পরিষেবা শুরু করা যাবে। আর ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো অংশে বাণিজ্যিকভাবে মেট্রো দৌড়াতে শুরু করবে। যে দিনটার অপেক্ষায় আছেন লাখ-লাখ মানুষ।