রাজ্যপাল বনাম রাজ্য সরকারের সংঘাতের আবহ অব্যাহত রয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস নানা ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করে যাচ্ছেন। পাল্টা জবাব দিয়ে চলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। আর তার মধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এবার ‘নীরবচ্ছিন্ন বিপর্যয়’ বলে কড়া ভাষায় আক্রমণ শানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইতিমধ্যেই নিট কেলেঙ্কারি নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে কেন্দ্রের এনডিএ সরকার। গোটা দেশের বিরোধীরা সোচ্চার হয়েছেন। সেখানে বাংলার রাজ্যপালকে এমন মন্তব্যে আক্রমণ করার জেরে রাজ্য–রাজনীতি সরগরম হয়ে উঠেছে।
এদিকে কেরিয়ার এডুকেশন মেলায় যোগ দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে গিয়ে তিনি তাঁর বক্তব্যের ছত্রে ছত্রে রাজ্যপাল এবং গেরুয়া শিবিরকে নিশানা করেন। আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ‘রক্তচোষা ভ্যাম্পায়ার’ বলে সম্বোধন করে ছিলেন ব্রাত্য বসু। শনিবার মেলায় যোগ দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের মতো পাঞ্জাবের বানওয়ারিলাল পুরোহিত এবং কেরলের আরিফ মহম্মদ খান রাজ্যের উচ্চশিক্ষার ক্ষেত্রে নীরবচ্ছিন্ন বিপর্যয়। আর তাতেই জর্জরিত এই সব রাজ্যের উচ্চশিক্ষা। তবে বিভিন্ন রাজ্য থেকে তাঁদের প্রস্থান শীঘ্রই ঘনিয়ে আসছে।’
আরও পড়ুন: প্রায় দু’হাজার পর্যটক আটকে রয়েছে সিকিমে, প্রতিকূল আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ
অন্যদিকে দু’দিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছিলেন, সাত থেকে দশ দিনের মধ্যে কেরলে ফিরে যেতে হবে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। যদিও সেই সময়সীমা এখনও সম্পূর্ণ হয়নি। ইতিমধ্যেই রাজ্যপাল এখন তেতে উঠেছেন ভোট পরবর্তী হিংসা নিয়ে। আজ, রবিবার তাঁর সঙ্গে দেখা করতে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আক্রান্তদের নিয়ে। আবার রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। চারজন বিজেপি সাংসদ বাংলায় এসে নানা জায়গায় ঘুরে বেড়াবেন এবং গোটা বিষয়টি খতিয়ে দেখবেন। রাজ্যপাল হুঁশিয়ারি দিয়েছেন, তিনি হাত গুটিয়ে বসে থাকবেন না। এমন আবহে রাজ্যপাল সিভি আনন্দ বোসক ‘নীরবচ্ছিন্ন বিপর্যয়’ বলা বেশ তাৎপর্যপূর্ণ।