মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। সল্টলেকে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে এখন আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলপ্রকাশের প্রক্রিয়া চলছে। আর আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশের সাংবাদিক বৈঠক শেষ হতে না হতেই ওয়েবসাইটে দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট। সরাসরি হিন্দুস্তান টাইমস বাংলা (pbv88casino.org) থেকে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে। আসলে অত কোথাও যাওয়ার প্রয়োজনই নেই। কারণ এই অনুচ্ছেদের নীচেই যে জায়গা আছে, সেখান থেকে সরাসরি মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। ‘মাধ্যমিকের রেজাল্ট ২০২৫ LIVE’ বলে যে জায়গাটা আছে, সেখানে রোল নম্বর এবং জন্মতারিখ দিতে হবে। নাম না দিলেও চলবে। তারপর ‘Submit’ করলেই সরাসরি মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। মোট প্রাপ্ত নম্বর তো বটেই, প্রতিটি বিষয়ে কত নম্বর উঠেছে, কোন গ্রেড হয়েছে, সেটাও দেওয়া থাকবে। আর সেই মার্কশিটও ডাউনলোড করে নেওয়া যাবে।
তবে হাতে মার্কশিটের আসল কপি পাওয়ার জন্য পড়ুয়াদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে। হিন্দুস্তান টাইমস বাংলা থেকে যে মার্কশিট মিলবে, সেটা সফট কপি। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, সকাল ১০ টা থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট দেওয়া হবে। তারপর স্কুল থেকে পড়ুয়ারা পাবে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট।
মাধ্যমিকে পাশ নম্বর কত? কী বলছে নিয়ম?
এখন মাধ্যমিকে মোট সাতটি মূল বিষয় থাকে - প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল। প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হয়। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা হয় মোট ৭০০ নম্বরে। নিয়ম অনুযায়ী, প্রতিটি বিষয়ে ন্যূনতম পাশ নম্বর হল ২৫। অর্থাৎ প্রতিটি বিষয়ে পাশ করার জন্য ন্যূনতম ২৫ শতাংশ নম্বর পেতে হয়। সেই নিরিখে মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম ১৭৫ নম্বর পেতে হয় পড়ুয়াদের।
মাধ্যমিকে কত নম্বর পেলে কোন গ্রেড হবে?
আগে মাধ্যমিকে ‘স্টার’ ধারণার খুব প্রচলন ছিল। কিন্তু গ্রেড ব্যবস্থা চালু হয়ে যাওয়ায় সেটা এখন অতটাও প্রচলিত নয়। সাধারণত সার্বিকভাবে ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর পেলে বলা হয় যে কোনও পড়ুয়া ‘স্টার’ পেয়েছে। আর প্রতিটি বিষয়ে কোনও পড়ুয়া যদি ৮০ বা তার বেশি নম্বর পায়, তাহলে সে সংশ্লিষ্ট বিষয়ে ‘লেটার’ মার্কস পেয়েছে বলে বিবেচনা করা হয়ে থাকে।
মাধ্যমিকের রেজাল্ট দেখার ওয়েবসাইট
১) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (result.wbbsedata.com)।
২) হিন্দুস্তান টাইমস বাংলা (pbv88casino.org)।
৩) মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে