দুই ম্যাচের টেস্ট সিরিজ পুরোপুরি নিজেদের দখলে করতে পারল না অস্ট্রেলিয়া। ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট নিজেদের পকেটে তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ এবং এই জয়ের সাথে সিরিজ শেষ হলো ১-১ ফলাফলে। ২৩ রানে জিতল তারা। ক্যারিবিয়ান বোলারদের দাপটে রীতিমত কোমর ভেঙে যায় অজি ব্যাটিং অর্ডারের। বিশেষ করে জোসেফের বিধ্বংসী বোলিং গুঁড়িয়ে দেয় অজি ব্যাটারদের। তিনি একাই নেন ৭টি উইকেট। চোট নিয়ে দুর্দান্ত বোলিং। স্বাভাবিকভাবেই এই জয় পেয়ে খুশি ক্রেগ ব্রেথওয়েট। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক দাবি করেন যে এই জয় পেয়ে তিনি এবং পুরো দল অত্যন্ত খুশি। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন যে রডনি হগের খোচা তাঁদের মনে সাহস দিয়েছে ম্যাচে এবং সিরিজে ঘুরে দাঁড়ানোর।
ব্রাথওয়েট বলেন, 'এই ব্যাপারটার জন্য আমি অত্যন্ত খুশি যে অস্ট্রেলিয়ার মাটিতে আমরা টেস্ট ম্যাচ জিততে পেরেছি। এই জয় সত্যিই আমাদের কাছে বড় জয় কারণ আমরা বহুদিন বাদে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছি বলে। তবে জয় পেয়েছি মানে এখানেই সবকিছু আমাদের শেষ হয়ে গেছে তা কিন্তু নয়। এটা তো সবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বর্ণযুগের শুরু। এরম ভালো পারফরম্যান্স আমাদের আগামী ম্যাচগুলিতেও দিতে হবে। তবে এই ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাতে চাই মিস্টার রডনি হগকে। উনি বলেছিলেন যে আমাদের দ্বারা কিছুই হবে না এবং সত্যি বলতে গেলে সেখান থেকেই আমরা সাহস পাই ম্যাচে ঘুরে দাঁড়ানোর। আমরা সকলকে প্রমান করতে চেয়েছিলাম যে আমরা দুর্বল নই। আমরা গোটা ক্রিকেট বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে আমরা কি দিয়ে তৈরি।'
পাশাপাশি, ব্রাথওয়েট প্রশংসা করেন দলের তরুণ বোলার জোসেফ সহ বাকি সতীর্থদেরও। তিনি বলেন, 'চিকিৎসকরা বলেছিল যে জোসেফ করে দেখাতে পারবে এবং ওকে আমাদের সাহায্য করা উচিত। ও একজন তারকা। আমার বিশ্বাস যে ভবিষ্যতে ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের একটা বড় অস্ত্র হয়ে উঠবে এবং দলকে আরও অনেক ম্যাচ জেতাবে। ওর মধ্যে যে আত্মবিশ্বাস রয়েছে সেটা আমার দারুণ লেগেছে। ও আমাকে বলেছিল আমি ততক্ষণ বোলিং করা বন্ধ করব না যতক্ষণ না আমরা জিতছি। আজ আমার সত্যিই গর্ববোধ হচ্ছে দলের সকল ক্রিকেটারদের জন্য। যেভাবে প্রথম টেস্টে হেরে যাওয়ার পর ওরা নিজেদের সেরাটা দিয়েছে সেটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। বিশেষ করে দলের ব্যাটারদের নিয়ে তো কোনও কথাই হবে না। এই জয় থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং আগামীদিনে এগুলিকে আমাদের কাজে লাগাতে হবে। আজকের পর তো টেস্ট ক্রিকেটের প্রতি আমার আগ্রহ আরও বেড়ে গেল।'