লিগ পর্বের শেষ হোম ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএল ২০২৪-এর প্লে-অফের দৌড়ে অক্সিজেন পেল চেন্নাই সুপার কিংস। যদিও রবিবার চিপকে সঞ্জু স্যামসনদের ঝুলিয়ে দেওয়া ছোটখাটো লক্ষ্যমাত্রা তাড়া করতে কালঘাম ছুটল রুতুরাজ গায়কোয়াড়দের।
চিপকে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান দলনায়ক সঞ্জু স্যামসন। তারা পাওয়ার প্লে-তে কোনও উইকেট হারায়নি। ওপেনিং জুটিতে ৪৩ রান তোলার পরেও রাজস্থান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪১ রানের বেশি সংগ্রহ করতে পারেনি।
সহজ জীবনদান পেয়ে রিয়ান পরাগ দলের হয়ে সব থেকে বেশি ৪৭ রান করেন। ৩৫ বলের অপরাজিত ইনিংসে তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন। রিয়ানের হাতে পর্যাপ্ত সময় ছিল ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করার। তবে তিনি পরিচিত ধ্বংসাত্মক মেজাজে ব্যাট করতে পারেননি এদিন।
১৮ বলে ২৮ রান করেন ধ্রুব জুরেল। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১ বলে ২৪ রান করেন যশস্বী জসওয়াল। ২টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ২১ রানের ঠুকঠুকে ইনিংস খেলেন জোস বাটলার। নিতান্ত সতর্ক হয়ে ১৯ বলে ১৫ রান করেন সঞ্জু স্যামসন। এক বলেই আউট হয়ে বসেন শুভম দুবে। ১ বলে ১ রান করে নট-আউট থাকেন রবিচন্দ্রন অশ্বিন।
চেন্নাইয়ের হয়ে সিমরজিৎ সিং ৪ ওভারে ২৬ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। ৪ ওভারে ৩০ রান খরচ করে ২টি উইকেট নেন তুষার দেশপান্ডে। রবীন্দ্র জাদেজা উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৪ রান খরচ করেন। উইকেটহীন থাকেন মাহিশ থিকশানা ও শার্দুল ঠাকুরও।
জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে ৫৬ রান সংগ্রহ করে। শেষমেশ তারা ১৮.২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ১০ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে চেন্নাই। সেই সুবাদে তারা প্লে-অফের পথে এক পা বাড়িয়ে রাখে।
আরও পড়ুন:- রিভার্স সুইপ দেখেছেন, ডাবল-রিভার্স শট দেখেছেন কখনও, বল আটকায় কার সাধ্য!- ভিডিয়ো
ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড় ৪১ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ১৮ বলে ২৭ রান করেন রাচিন রবীন্দ্র। তিনিও ১টি চার ও ২টি ছক্কা মারেন। ১৩ বলে ২২ রান করেন ডারিল মিচেল। তিনি ৪টি চার মারেন। ১৩ বলে ১০ রান করেন মইন আলি। ১১ বলে ১৮ রান করেন শিবম দুবে। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- T20 বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নিয়েছেন কারা? দেখুন সেরা পাঁচের তালিকা
৬ বলে ৫ রান করে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হন রবীন্দ্র জাদেজা। ৩টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ১৫ রান করে নট-আউট থাকেন সমীর রিজভি। রাজস্থানের রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ৩৫ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন নান্দ্রে বার্গার ও যুজবেন্দ্র চাহাল। ম্যাচের সেরা হন সিমরজিৎ।