২০২৩ ওডিআই বিশ্বকাপ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুটা করেছেন মহম্মদ শামি। চোট সারিয়ে ১৪ মাস পর ২২ গজে ফেরেন শামি। আর তার পরেই প্রথম কোনও আইসিসি টুর্🅺নামেন্টে খ📖েলছেন, আর সেই টুর্নামেন্টেও তাঁর আগুনে মেজাজ অব্যাহত।
বৃহস্পতিবার দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই একেবারে আগুনে বোলিং করলেন মহম্মদ শামি। আইসিসি টুর্নামেন্টে দুরন্ত প্রত্যাবর্তন তারকা পেসারের। প্রথম ম্যাচেই ৫ উইকেট তুলে নিয়ে নিজেকে আরও একবার প্রমাণ করলেন। বুঝতেই༒ দিলেন না জসপ্রীত বুমরাহের অভাব। যেমনটা ওডিআই বিশ্বকাপেও তিনি করে দেখিয়ে দিয়েছিলেন।
আরও পড়ুন: Champions Trophy-তে অভিষেকেই সেঞ্চুরি, ধাওয়ান-কো🦄হলিকে ছাপিয়ে অনন্য নজির শুভ✤মন গিলের
শামি এবং হর্ষিত রানার দাপটে বাংলাদেশের ইনিংস ৪৯.৪ ওভারে ২২৮ রানে গুটিয়ে যায়। সেই রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ভারত সহজ ছিনিয়ে নেয়। আর শামি ৫৩ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। সৌম্য সরকার (০), মেহেদি হাসান মিরাজ (৫), জাকের আলি (৬৮), তানজিম হাসান শাকিব (০) এবং তাসকিনꦗ আহমেদ (৩) শামির শিকার। ৫ উইকেট নেওয়ার পর কারও উদ্দেশ্যে শামিকে ফ্লাইং কিস ছুড়তে দেখা যায়। যা সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। কাকে ফ🐈্লাইং কিস করেছিলেন শামি?
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট, জাহিরের নজির ভাঙার পাশাপাশ𝓀ি বিশ্বরেকর্ডও গড়েছেন শামি
🎉 ম্যাচ-পরব💞র্তী সংবাদিক সম্মেলনের শামি এই রহস্য উন্মোচন করেন। তিনি জানান, তাঁর বাবার জন্য সেই ফ্লাইং কিস। তাঁর সাফল্য তিনি তাঁর বাবাকে উৎসর্গ করেছেন। ২০১৭ সালে শামির বাবা মারা যান। শামি বলেন, ‘এটা আমার বাবার জন্য, কারণ তিনি আমার রোল মডেল। তিনি সব সময়ে আমার জন্য আছেন।’
আরও পড়ুন: ফের ODI ম্যাচে টসে হারল📖 ভারত, টানা ১১ বার, অবাঞ্ছিত রেকর্ড স্পর্শ, শেষ কবে টস জিত✨েছিলেন রোহিতরা?
রোহিত শর্মাকে নিয়ে কী বললেন মহম্মদ শামি
এই টুর্নামেন্টের জন্য রোহিত শর্মার কাছ থেকে সমর্থন পেয়েছেন শামি। ম্যাচের আগেও শামিকে নিয়ে রোহিত নিজের আত্মবিশ্বাস দেখিয়েছিলেন। অধিনায়কের বিশ্বাসের মান রাখার পর শামি বলেন, ‘সে অধিনায়ক হোক বা কোচ, প্রত্যেক খেলোয়াড়ের জন্য এই সমর্থন থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন এত বড় টুর্নামেন্টের জন্য পরিকল্পনা করেন এবং আপন🉐ার কাছে এমন খেলোয়াড় থাকে, যারা আপনাকে বিশ্বাস করে, এটি অধিনায়ক এবং দলের জন্য মানসিক শান্তি দেয়। আমি সব সময়ে আꦰমার সেরাটা দেওয়ার চেষ্টা করি।’