তাস্কিন আহমেদ চোখ বন্ধ করে মুখ ঢাকলেন! চাপা কষ্টটা লুকোতে পারলেন না। ফিল্ডার জাকের আলি পারলে গর্ত খুঁড়ে তাতেই লুকিয়ে পড়েন! আসলে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে কেএল রাহুলের ক্যাচ ফেলে দেন জাকের। আর এভাবেই তিনি যেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকেই তাঁর ক্যাচ ফেলার জন্য অনুগ্রহ করলেন।
আসলে জাকেরের ক্যাচ 🔴ফেলেছিলেন রোহিত। যার জেরে অক্ষর প্যাটেল তাঁর হ্যাটট্রিক মিস করেন। কেএল রাহুলের ক্যাচ জাকের মিস করার পর প্রশ্ন উঠেছে, কার মিস করাটা বেশি ব্যয়বহুল ছিল? তবে রোহিতের মুখের অভিব্যক্তি এবং চওড়া হাসি বলে দিচ্ছিল, তিনি কতটা স্বস্তি পেয়েছেন। আসলে ভারতের রান তাড়ার গুরুত্বপূর্ণ সময়ে রাহুলের জীবনদান ছিল গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: Champions Trophy-তে অভিষেকেই সেঞ্চুরি, ধাওয়ান-কোহলিকে ছাপিয়ে অনন্য নজির শ👍ুভমন গিলের
রোহিতের জন্য অক্ষর প্যাটেল এদিন হ্যাটট্রিক মিস করেন, এবং ভারতকে এর জন্য কিন্তু মূল্য চোকাতে হয়েছিল। জাকের ৬৮ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন। পাশাপাশি, তৌহিদ হৃদয়ের সঙ্গে ১৫৪ রানের একটি রেকর্ড জুটি গড়েন। রোহিত ﷺযদি পাওয়ারপ্লে-তে প্রথম স্লিপে তাঁর ক্যাচটি নিতেন, তবে বাংলাদেশ ৩৫ রানেই ৬ উইকেট হারাত।
কিন্তু জাকেরের জীবনদানের সৌজন্যে বাংলাদেশ ২২৮ রান করে ফেলে। এটি নিঃসন্দেহে একটি প্রতিযোগিতামূলক 𒁃স্কোর। স্বাভাবিক ভাবে এতে রোহিত নিজের উপরই ক্ষিপ্ত হয়েছিলেন। নিজের উপর বিরক্তি লোকানোর কোনও চেষ্টা তিনি করেননি। তবে পালটা রাহুলের ক্যাচ ফেলে রোহিতের আত্মগ্লানিতে কিছুটা হলেও প্রলেপ দেন জাকের।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে ৫ উই🐲কেট, জাহিরের নজির ভাঙার পাশাপাশি বিশ্বরে🌟কর্ডও গড়েছেন শামি
ভারতের তখন ১৩.৪ ওভারে ৬৩ রান দরকার ছিল। হাতে ছিল ছয় উইকেট। কেএল রাহুল এবং শুভমন গিল ক্রিজে ছিলেন। তবে সহজে রান উঠছিল না। প্রত্যাশা মতোই বল থেমে থেমে আসছিল। রাহুল হঠাৎ-ই একটি ওয়াইল্ড স্লগ খেলার সিদ্ধান্ত নেন। তিনি খুব ভালো করেই জানতেন যে, এই পিচে ক্রস-ব্যাটেড শট আঘাত করা অত্যন্ত কঠিন ছিল। তিনি মোটেও ঠিকঠাক টাইমিং করতে পা💯রেননি। সোজা ডিপ মিড-উইকেটে ফিল্ডারের হাতে ক্যাচ দেন।
আরও পড়ুন: ফের OD𝔍I ম্যাচে টসে হারল ভারত, টানা ১১ বা✅র, অবাঞ্ছিত রেকর্ড স্পর্শ, শেষ কবে টস জিতেছিলেন রোহিতরা?
জাকের ক্যাচটি ধরার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু ঠিক শেষ মুহূর্তে, বলের দিক থেকে তাঁর নজর সরে গিয়েছিল বলে মনে হয়। এবং তিনি লোপ্পা ক্যাচটিꦐ মিস করেন। ক্যামেরা তৎক্ষণাৎ ডাগআউটে রোহিতের দিকে চলে যায়। হাসি থামাতে পারেননি ভারত অধিনায়ক। রোহিতের বডিল্যাঙ্গোয়েজ দেখে মনে হচ্ছিল, তিনি যেন বলতে চাইছেন, ‘আমি তোমা𒐪র ক্যাচ ফেলেছিলাম…’।
এর পর রাহুল বাংলাদেশকে আর একটিও সুযোগ দেননি। এবং শেষ পর্যন্ত শুভমন গিলের সঙ্গে জু𒐪টি বেঁধে ৪৬.৩ ওভারে জয়ের লক্ষ্যে ভারতকে পৌঁছে দেন। রাহুল নিজেন্ত ৪১ রানে অপরাজিত থাকেন।