আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির ক্রিকেটারদের মধ্যে সব থেকে কম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ২ বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েন বরুণ চক্রবর্তী। উল্লেখযোগ্য বিষয় হল, বরুণের ৫ উইকেট নেওয়া ২টি ট🐻ি-২০ ম্যাচেই ভারত হেরে বসে।
কেবেরহায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১৭ রানে ৫ উইকেট নেন বরুণ। তবে ভারত ৩ উইকেটে ম্যাচ হারে। এবার রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪ রানে ৫ উইকেট দখল করেন বরুণ। ভারত ম্যাচ হারে ২৬ রানের ব্যবধান❀ে। সুতরাং, ২টি ম্যাচেই নায়ক হওয়ার বদলে ট্র্যাজিক হিরো হয়ে থেকে যেতে হয় বরুণকে।
অবশ্য মঙ্গলবার রাজকোটে দল ꦜহারলেও ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন বরুণ। তার পরেও ব্যক্তিগত পারফর্ম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করা𝄹র উপায় ছিল না টিম ইন্ডিয়ার তারকা স্পিনারের সামনে। ম্যাচের শেষে সঞ্চালক হর্ষ ভোগলের অনুরোধে নিজের পারফর্ম্যান্সকে ১০-এর মধ্যে ৭.২ রেটিং দিলেও বরুণ হতাশ দল হেরে বসায়।
আরও পড়ুন:- England Beat India: ব্যর💝্থ হল বরুণের দুরন্ত লড়াই, রাজকোটে রাশ আলগা করে ম্যাচ হারল ভারত
প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার হাতে নিয়ে বরুণ বলেন, ‘এই ম্যাচটা জিততে পারলাম না ভেবেই খারাপ লাগছে। তবে এটাই এই খেলার প্রকৃতি। হতাশা ঝেড়ে পরে🎀র ম্যাচের প্রস্🍌তুতিতে মন দিতে হবে।’
মঙ্গলবার রাজকোটে বরুণ ৪ ওভারের বোলিং কোটা পূর্ণ করেন ৩টি স্পেলে। পাওয়ার প্লের মধ্যে বরুণকে এক ওভার বল করান ক্যাপ্টেন সূর্যকুমার। ইনিংসের মাঝামাঝি সময়ে এক ওভার বল করেন তিনি। স্লগ ওভার শুরুর আগে পরপর ২ ওভার বল করেন চক্রবর্তী। একই স্পেলে একাধিক ওভার বল করলে ছন্দ ধরে রাখতে সুবিধা হয়। তবে দলের প্রয়োজনে ক্যাপ্টেন তাঁ🌠কে সেই সুযোগ দেননি।
তাতেও অবশ্য কোনও অভিযোগ নেই বরুণের। বরং তিনি দলের স্বর্থে যে কোনও দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানান। বরুণ বলেন, ‘যখন আপনি দেশের হয়ে খেলছেন, বাড়তি দায়িত্ব আপনাকে নিতেই হবে। সেই কাজটা কিছুটা হলেও করার চেষ্টা করি। (এক ওভারের স্পেল 🌟নিয়ে) আমার কোনও অভিযোগ নেই। এমনও সময় গিয়েছে, যখন সূর্য আমাকে টানা চার ওভার বল করিয়েছে। ও যে দায়িত্বই দিক না কেন, সেটার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকি।’
বরুণ চক্রবর্তীকে সম্প্𒊎রতি হঠাৎ করেই গতিশীল ডেলিভারি করতে দেখা যাচ্ছে ওভার🍰ের মাঝে। কেকেআর তারকা জানালেন যে, তিনি ফ্লিপার নিয়ে পরিশ্রম করছেন। সেটা যথাযথ প্রয়োগও করতে পারছেন।