বাগে পেয়েও রাজকোটের তৃতীয় টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারল না ভারত।💎 বদলে রাশ আলগা করে নিজেরাই ম্যাচ হেরে বসে টিম ইন্ডিয়া। ফলে সিরিজ জয় নিশ্চিত করে ফেলার সুযোগ আপাতত হাতছাড়া হয় ভারতীয় দলের। রাজকোটের জয়ের সুবাদে সিরিজে ফেরেন জোস বাটলাররা।
রাজকোটে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা শুরুতেই ফিল সল্টের ♌উইকেট হারিয়ে বসে। ১.৩ ওভারে হার্দিক পান্ডিয়ার ꧃বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন সল্ট। সাজঘরে ফেরার আগে ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৫ রান করেন তিনি।
তব💎ে ক্যাপ্টেন জোস বাটলারকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডকে শক্ত ভিতে বসিয়ে দেন বেন ডাকেট। ইংল্যান্ড পাওয়ার প্লে-র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করে। বাটলার ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২২ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি ডাকেটের
বেন ডাকেট ♕৭টি চার ও ২টি ছক্কার সাহ𒆙ায্যে মাত্র ২৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তবে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেই আউট হয়ে বসেন তিনি। ২৮ বলে ৫১ রান করে অক্ষর প্যাটেলের বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন ডাকেট।
বরুণ চক্রবর্তী ক্রমাগত উইকেট তুলতে থাকায় ইংল্যান্ড একসময় ১২৭ রানে ৮ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায়। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ড নির্ধারিত ২০ඣ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৭১ রান সংগ্রহ করে নেয়। লিয়াম লিভিংস্টোন ২৪ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ১টি চার ও ৫টি ছক্কা হাঁকান।
হ্যারি ব্রুক ৮, জেমি স্মিথ ৬, ব্রাইডন কার্স ৩ এবং আদিল রশিদ ও মার্ক উড উভয়েই অপরাজিত ১০ রানের যোগদান রা🍌খেন। খাতা খুলতে পারেননি জেমি ওভার্টন ও জোফ্রা আর্চা♑র।
৫ উইকেট বরুণ চক্রবর্তীর
ভারতের হয়ে ৪ ওভারে ২৪ রান খরচ করে ৫টি উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। ৪ ওভারে ৩৩ রান খরচ করে ২টি উইকেট নেন হার্দিক পান্ডি🐎য়া। ৩ ওভারে ১৯ রান খরচ করে ১টি উইকেট নেন অক্ষর প্যাটেল। রবি বিষ্ণোই ৪ ওভারে ৪২ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন। কামব্যাকে ৩ ওভারে ২৫ রান খরচ করেও উই🎐কেটহীন থাকেন মহম্মদ শামি।
পালটা ব্যাট করতে নেমে ভারত পাওয়ার প্লের ৬ ওভারে🧔 ৩টি উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করে। সঞ্জু স্যা🧔মসন ৬ বলে ৩ রান করে আউট হন। অভিষেক শর্মা ১৪ বলে ২৪ রান করে মাঠ ছাড়েন। তিনি ৫টি চার মারেন। সূর্যকুমার যাদব ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ১৪ রান করে ক্রিজ ছাড়েন।
ক্রিজে বেশিক্ষণ থিতু হ🅷তে পারেননি তিলক বর্মা। তিনি ১৪ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন। তিলকও ১টি চার ও ১টি ছক্কা মারেন। ওয়াশিংটন সুন্দর ১৫ বলে ৬ রানের ধীর ইনিংস খেলে আউট হন। ভারত দলগত ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে। হার্দিক পান্ডিয়া শেষ বেলায় ব্যাট চালিয়ে দলকে জয় এনে দেওয়ার চেষ্টা করেন বটে, তবে ব্যর্থ হয় তাঁর প্রয়াস। হার্দিক ৩৫ বলে ৪০ রান করে আউট হন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- 4,4,4,4,4,0,🐻6: রাজকোটে ঝোড়ো⛄ হাফ-সেঞ্চুরির পথে ৭ বলে ৫টি চার ও ১টি ছক্কা ডাকেটের
সিরিজে ব্যবধান কমাল ইংল্যান্ড
ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১﷽৪৫ রানে আটকে যায়। ২৬ রানের ব্যবধানে ম্যাচ জেতে ইংল্যান্ড। সেই সুবাদে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ব্যবধান কমিয়ে ২-১ করেন বাটলাররা।
ধ্রুব জুরেল ২ ও মহম্মদ শামি ৭ রান করে আউট হন। রবি বিষ্ণোই ৪ ও বরুণ চক্রবর্তী ১ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের হয়ে ২৪ রানে ৩টি উইকেট নেন জেমি ওভার্টন। ২৮ রানে ২টি উইকেট নেন ব্রাইডন কার্স। ৩৩ রানে ২টি উইকেট নেন জোফ্রা আর্চার। ১টি করে𓂃 উইকেট নেন মার্ক উড ও আদিল রশিদ। দল হারলেও ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন বরুণ চক্রবর্তী।