আইপিএলে আবারও ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। দল জিতলেও তার থেকে যেমন পারফরমেন্স আশা করা যায়, তেমন পারফরম্যান্স দেখা যায়নি। টানা ব্যর্থতার পর সানরাইজার্স হ💛ায়দরাবাদের বিপক্ষে রোহিত করেন ১৬ বলে ২৬ রান। অর্থাৎ এবারের আইপিএᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚলে এটাই তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর, কিন্তু তা মোটেই রোহিত সুলভ নয়।
এবারের আইপিএলে রোহিত শর্মার মোট সংগ্রহ ৮২ রান। মানে গড় ১4- র নিচে। এই অবস্থায় তাকে যে ভরসা করে মুম্বাই ইন্ডিয়ান্স টানা খেলিয়ে যাবে সেই নিশ্চয়তা কেউ দিতে পারছে না, কারণ দলের কথা ভাবলে রোহিতের পারফরমেন্স আখেরে দলের স্বার্থের বিরুদ্ধেই যাচ্ছে বারবার। তিনি দলের জন্য খেলছেন, রান করার চেষ্টা করছেন। কিন্তু ব্যর্থতার মাঝেও যদি কঠিন সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স, তখন আবার বিত🏅র্ক শুরু হয়ে যাবে। এই আবহেই এবার বড় বার্তা দিলেন বীরেন্দ্র সেওয়াগ।
গত ১০ বছর ধরেই মানসিকতার সমস্যা রোহিতের
বীরুর কথায়, ' রোহিতের আইপিএল রানের দিকে নজর দিলে দেখা যাবে ও শেষ ১০ বছরে মাত্র ১বার ৪০০ রান করেছে আইপিএলে। তাই ওর মনে কোনোদিনই ৫০০-৭০০ রান করার চিন্তা ছিল না আইপিএলে, সেটা চাইলে ও করতেও পারত। ও যখন অধিনায়ক হয়েছিল ভারতের, তখন বলেছিল যে পোয়ারপ্লের ভিতর সুযোগ লাগাতে চায়। কিন্তু এখন যখন সুযোগ কাজে লাগছে না বড় শটের, তখন তো ওকেও বুঝতে হবে যে এর ফলে ওর নামই খারাপ হচ্ছে। এখন ওর যাওয়ার সময় চলে এসেছে, তা⛦ই ওর উচিত ভক্তদের এমন কিছু মুহূর্ত দেওয়া যেটা স্মৃতি হিসেবে থাকবে। এমন কোনো কাজ করা উচিত নয় যাতে ভক্তরাই🐠 বলতে শুরু করে যে, ওকে বসানো উচিত' ।
১০ বল খেলে সেট হওয়া উচিত
বীরু আরো বলেন, ' রোহিতের উচিত ১০টা বল বেশি খেলে নিজেকে সুযোগ দেওয়া সেট হওয়ার। যদি লক্ষ্য করে দেখা যায় বারবার কিন্তু ও ব্যাক লেন্থ বল পুল করতে গিয়ে আউট হচ্ছে। তাই একটা ইনিংসে ওর সিদ্ধান্ত নেওয়া উচিত যে পুল🀅 শট খেলবেই না। কারোর ওর সঙ্গে কথা বলা উচিত ম্যানেজমেন্টেꦉর থেকে, ওকে বলা উচিত সাধারণ ক্রিকেট খেলতে। আমি যখন খেলতাম শচীন, দ্রাবিড় বা সৌরভ এসে আমায় বলতো সাধারণ ক্রিকেট খেলতে'।