রং যেন মোর মর্মে লাগে… হোলির রঙে রাঙিয়ে গেছে গোটা দেশ। রঙে রঙে আকাশ এদিন রঙিন। আর হবে নাই বা কেন? শুক্রবার যে হোলি। তাই নিজের মতো করে রঙিন হয়ে উঠেছে চারিদিক। উৎস🐷বের ছোঁয়া আকাশে, বাতাসে। গোটা দে♛শ সেজেছে ফাগুন রঙে। মনেও যে এখন রঙের ছোঁয়া। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি- সকলেই এদিন দোল উৎসবের রঙেই রাঙিয়ে গিয়েছে। বাদ পড়েনি ২২ গজও।
আরও পড়ুন: বলি তারকা সলমন নন, ২২ গজের আসল সিকান্দারকে খুঁজে দিল ICC, নেটপাড⛄়া বলল ‘যোগ্য ব্যক্তি’
সামনেই আইপিএল। তার আগেই দোল খেলায় মেতে ওঠেন সব দলের প্লেয়াররা। এখন মোটামুটি অনেক প্লেয়ারই আইপিএলে নিজেদের দলে যোগ দিতে শুরু করেছেন। অনুশীলনও শুরু করে দিয়েছে আইপিএল খেলা দলগুলো। তবে শুক্রবার হোলির ছুটি। আর সেই ছুটিতেই চুটিয়ে রঙ খেললেন রিঙ্কু সিং, ঋষভ পন্তরা।
আরও পড়ুন: কেন রোহিত অবসর নেবেন? নিন্দুকদের ๊মুখে ঝামা🅘 ঘষে ভারত অধিনায়ককে নিয়ে বড় দাবি করলেন প্রোটিয়া তারকা
কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু থেকে, লখনউ সুপার জায়ান্টসের পন্ত বা নিকোলাস পুরাণ, জাস্টিন ল্য✤াঙ্গার থেকে দিল্লি ক্যাপিটালসের প্লেয়াররা একেবারে হইহই করে হোলির হুল্লোড়ে মাতলেন। গুজরাট জায়ান্টসের কোচ আশিস নেহরা আবার নিজেই উদ্যোগ নিয়ে গোটা টিমের সঙ্গে হোলি খেললেন। কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং, বেঙ্কটেশ আইয়ারদের চেনাই যাচ্ছে না। এত রঙ মেখেছেন তাঁরা𝄹।
পায়ে চোট, তার পরেও রাজস্থান রয়্যালসের গোলাপী রঙে রাঙিয়ে উঠলেন রাহুল দ্রাবিড়ও। গোলাপী রঙের প🐈াগলি পরে, চেয়ারে বসেই টিমের বাকি সদস্যদের সঙ্গে রং খেলতে দেখা যায় ভারতের প্রাক্তন কোচকে। রিয়ান পরাগও গোলাপী রং মেখে পুরো ভূত হয়েছেন। হোলির দিন আবার নিজের আইপিএল দল পঞ্জাব কিংসে যোগ দিলেন যুজবেন্দ্র চাহাল। একেবারে ‘কভি খুশি কভি গম’ মুভির নায়ক শাহরুখ খানের স্টাইলে।
এদিকে মহিলা প্রিমিয়ার লিগের দিল্লি ক্যাপিটালস দলও হোলির উৎসবে মেতে ওঠেন। দিল্লি এবার লিগ শীর্ষে থেকে সরাসরি ডব্লিউপিএলের ফাইনালে পꦯৌঁছে গিয়েছে। ফাইনালে তারা মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। তার আগে আনন্দে আত্মহারা হয়ে দোল খেলতে দেখা যায় মেগ ল্যানিংদের। আর হোলি সেলিব্রেশনের এই সব টুকরো টুকরো কোলাজগুলোও এদিন হয়ে উঠেছে রঙিনতর।
আইপিএল শ💃ুরু হতে খুব বেশি দিন বাকি নেই। এই মরশুমের আইপিএল শুরু হবে ২২ মার্চ থেকে। টুর্নামেন্টের নিয়ম মেনে ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে ডিফেন্ডিং চ্যাম্পি﷽নরা। অর্থাৎ ২০২৪ সালের আইপিএল চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ১৮মে পর্যন্ত এবার গ্রুপ লিগের ম্যাচ চলবে। তার পর প্লে-অফ শুরু হবে ২০ মে থেকে। ফাইনাল খেলা হবে ২৫ মে।
আরও পড়ুন: BCCI-এর কেন্দ্রীয় চুক্তি হারাতে পারে বেশ কিছু বড💝় নাম, ২ কোটির ক্ষতি ꦜহতে পারে রোহিত, জাদেজাদের
এবার আইপিএলে যে দশটি দল খেলবে, তার মধ্যে ন'টি দলের অধিনায়ক ভারতীয়। শুধুমাত্র প্যাট কামিন্স একমাত্র বিদেশি অধিনায়ক। তিনি সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন। যাইহোক আইপিএল শুরু হতে 💧এখনও সপ্তাহখানেক বাকি। তার আগে হোলির রঙে রাঙিয়ে গেল সব দলগুলোই। মাঠে অবশ্য সকলের লক্ষ্য থাকবে, সাফল্যের মোড়কে নিজেদের মুড়ে ফেলা।