কেকেআরকে হারানোর পরে সোশ্যাল মিডিয়ায় মশা মারার ধূপের ছবি পোস্ট করল পঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি রক্ষা করে জয়ের পরেই শ্রেয়স আইয়ারদের দলের সোশ্যাল মিডিয়া পেজে ওই মশা মারার ধূপের (মশা মারার কয়েল) ছবি পোস্ট করা হয়। তাতে লেখা হয় 'গুড নাইট' (Good Knight)। বাকি অক্ষরগুলি কালো হলেও ‘K’-টা আবার লাল রঙের ছিল। যা দেখে নেটিজেনরা বলতে শুরু করেন যে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) খোঁচা দিয়েই পঞ্জাবের তরফে ওরকম পোস্ট করা হয়েছে। যদিও কিছুক্ষণ পরে𒀰ই পঞ্জাবের সোশ্যাল মিডিয়া পেজ থেকে সেই পোস্ট উধাও হয়ে যায়। কেন সেই পোস্ট ডিলিট করে দেওয়া হল, কেন ওরকম পোস্ট করা হয়েছিল, তা নিয়ে পঞ্জাবের তরফে কোনও মন্তব্য করা হয়নি। কোনওরকম ড্যামেজ কন্ট্রোল করতে ছবি মুছে ফেলা হয়েছে কিনা, সে বিষয়েও কোনও মন্তব্য করা হয়নি পঞ্জাবের তরফে।
'পঞ্জাব কিংস যেন কটা আইপিএল জিতেছে?' প্রশ্ন নেটপাড়ার
যদি ড্যামেজ কন্ট্রোলের জন্য সেই ছবি মুছে ফেলা হয়, তাতে খুব একটা লাভ হবে না। কারণ পঞ্জাবের সেই পোস্টের স্ক্রি🐻নশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই পোস্টের জন্য নেটিজেনদের একাংশ পঞ্জাবের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের অ্যাডমিনকে বাহবা দিলেও কেউ-কেউ পালটা খোঁচা দিয়েছেন। তেমনই একজন বলেন, 'পঞ্জাব কিংস যেন কটা আইপিএল ট্রফি জিতেছে?'
আরও পড়ুন: ‘এটা আমার দোষ…’, বাকি ব্যাটারদের ব♑্যর্থতায় PBKS-র কাছে হেরেও নিজের বুকে বুলেট নিলেন রাহানে
‘ফাঁকা কলসি বাজে বেশি', কটাক্ষ নেটপাড়ার
একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘সবসময় আইপিএল ট্রফি না জেতা টিমগুলোই এরকম করে কেন?’ একজন তো আবার কেকেআরের আইপিএল জয়ের ছবি পোস্ট করে লেখেন, ‘কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ট্রফির সংখ্💜যা তিন। আর পঞ্জাব কিংসের শূন্য।’ অপর এক নেটিজেন বলেন, ‘ফাঁক𝓀া কলসি বাজে বেশি। জবাব মিলবে।’
আরও পড়ুন: থ্রোয়ের সময় ফিল্ডারের হাত ফജস্কে বল পেরিয়ে গেল বাউন্ডারি! ৫ রান পেল KKR, কেন?
KKR ট্রফি ৩ বার, PBKS ফাইনালে উঠেছে ১ বার
ওই নেটিজেনের কথা মতো পঞ্জাব ‘জবাব’ পাবে কিনা, সেটা সময় বলবে। কিন্তু আইপিএলের প্রথম ১৭টি সংস্করণের পরিসংখ্যানে চোখ বোলালে কেকেআরের ধারেকাছেও পাওয়া যাবে না পঞ্জাবকে (অতীতের কিংস ইলেভন পঞ্জাব এবং বর্তমানের পঞ্জাব কিংস)। কেকেআর যেখানে তিনবার আইপিএল ট্রফি জিতেছে, সেখ꧂ানে পঞ্জাব মাত্র🐻 একবার ফাইনালে উঠেছে। কেকেআরের বিরুদ্ধেই ২০১৪ সালের ফাইনালে হেরে গিয়েছিল।
আরও পড়ুন: চরম লজ্জার মুখে KKR! IPL-র ইতিহাসে সর্বনিম্ন🅰 রানের পুঁজি রক্ষা করে জিতে গেল PBKS
তবে ২০২০ সাল থেকে মুখোমুখি লড়াইয়ে কেকেআরের থ♌েকে এগিয়ে আছে পঞ্জাব। ন'টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে প্রীতি জিন্টার দল। যদিও নবম ম্যাচটা কেকেআরেরই জেতা উচিত ছিল। প্রথমে বোলিং করে পঞ্জাবকে মোটে ১১১ রানে অল-আউট করে দিয়েছিল। তারপর রান তাড়া করতে নেমে একটা সময় কেকেআরের স্কোর ছিল ৭.৩ ওভারে দু'উইকেটে ৬২ রান। সেখান থেকে ১৬ রানে হেরে গিয়েছে নাইট ব্রিগেড। হেরে যাওয়া ম্যাচে জিতে গিয়ে উচ্ছ্বাসে ভেসে গিয়🤪েছেন শ্রেয়সরা।