এবারের আইপিএলে এখনও পর্যন্ত পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পঞ্জাব কিংস। লিগ টপার আরসিবির পিছনেই রয়েছে শ্রেয়স আইয়ারের দল। তাঁদের পয়েন্ট ১০ ম্যাচে ১৩, অর্থাৎ আর দুটো ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে শ্রেয়স আইয়ারদের। যদিও পঞ্জাবের কোচ রিকি পন্টিংয়ের কিন্তু চিন্তা কিছুতেই কাটছে না।
সম্প্রতি পঞ্জাব কিংসের ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের আঙুলের হাড় ভেঙেছে, শ্রেয়স আইয়ার জানিয়েছেন এই খবর। এখনও পর্যন্ত তাঁর পরিবর্ত ক্রিকেটারের কথা না ভাবলেও কয়েক সপ্তাহ আগে আরেক পঞ্জাব কিংসের ক্রিকেটার লকি ফারগুসনও চোট পেয়েছিলেন। তাঁর পরিবর্তও এখনও চূড়ান্ত করতে পারেনি প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি।
সিএসকে ম্যাচের আগে শ্রেয়সকে বলতে শোনা যায়, ‘দুর্ভাগ্যবশত ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরা পড়েছে। এখনও পর্যন্ত আমরা ওর পরিবর্ত ক্রিকেটার খোঁজার বিষয় সিদ্ধান্ত নিইনি। আমাদের দলের মানসিকতা খুবই কঠিন। আর আমাদের দলে যারা রয়েছে তাঁরা সকলেই ম্যাচের বিভিন্ন সময় খেলা জিতিয়ে দিতে পারে, তাই আমরা আমাদের প্ল্যানিংয়েই টিকে থাকছি ’।
স্টইনিস স্বীকার করেন ম্যাক্সওয়েলের চোটের কথা
পঞ্জাব কিংসের অজি তারকা মার্কাস স্টইনিস জানান,চোট লাগার পর ম্যাক্সওয়েল তখন বুঝতে পারেননি চোট এতটা গুরুতর হবে। পরে স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর তিনি জানতে পারেন নিজের আঙুলে চিড় লাগার কথাটা। ফলে এবারের আইপিএলে আর ম্যাক্সওয়েলের খেলার সম্ভাবনা নেই বলেই মনে করছেন স্টইনিস। এদিকে আইপিএলে লকি ফারগুসন এবং গ্লেন ম্যাক্সওয়েলের বিকল্প পাওয়া নিয়ে বেশ সমস্যায় রয়েছেন রিকি পন্টিং। পঞ্জাব কিংসের হেড কোচ সরাসরি বিকল্প ক্রিকেটার পাওয়ার ক্ষেত্রে বিলম্ব হওয়ার জন্য ঢাল করছেন পিএসএল অর্থাৎ পাকিস্তান সুপার লিগকে।
PSL-এ বিরক্ত রিকি পন্টিং
রিকি পন্টিং জানান, ‘১২তম ম্যাচ পর্যন্ত আমাদের হাতে সময় আছে। তাই কখনও না কখনও আমরা নতুন কিছু পরিবর্ত ক্রিকেটারকে দলে নেব। আমাদের দলের এমনিতে মূল জায়গাগুলোয় ক্রিকেটার রয়েছে। পরিবেশের ওপর নির্ভর করেই আমরা দল সাজাই, যেমন অ্যারন হার্ডি এখনও খেলেনি। আবার বার্টলেট সিএসকে ম্যাচে খেলেনি। ধর্মশালায় বলের বাউন্স বেশি হয়,তখন সেটা মাথায় রেখে দল গড়ব। আমরা ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরছি, ম্যাক্সওয়েলের চোটটা মাত্র কদিন আগেই হয়েছে। তবে লকি প্রায় ২-৩ সপ্তাহ ধরে বাইরে রয়েছে। পিএসএল হচ্ছে একই সময়, তাই ভালো পরিবর্ত ক্রিকেটার পাওয়া কঠিন। তাই আমরা ভারতীয় প্রতিভাদের দিকেও নজর দিচ্ছি। বেশ কয়েকজন উঠতি প্রতিভাকেও আমরা দেখেছি, ওদের ধর্মশালায় নিয়ে যাওয়া হবে। ওরা ভবিষ্যৎে দলে আসতেও পারে। ’।
৪ ও ৮ মে ম্যাচ রয়েছে পঞ্জাবের
মে মাসের চার তারিখ লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলার পর ৮ তারিখে দিল্লি ক্যাপিটালের বিরুদ্ধে খেলবে রিকি পন্টিংয়ের পঞ্জাব কিংস। দুটি ম্যাচই অনুষ্ঠিব হবে ধর্মশালায়। সেই দুই ম্যাচের মধ্যেই পরিবর্ত ক্রিকেটারের নাম চূড়ান্ত করে ফেলতে হবে পঞ্জাব কিংস শিবিরকে।