ব্যর্থতা যেন একেবারেই পিছু ছাড়ছে না ইংল্যান্ডের। সেই শুরু হয়েছিল বিশ্বকাপ থেকে এবং এখনও তা মেটার নাম নেই। বিশ্বকাপে ৯টি ম্যাচের মাত্র ৩টিতে জিতেছে ইংল্যান্ড। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নেমেও পরাজয়ের মুখোমুখি হতে হয় তাদের। এমনকী মঙ্গলবার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে লড়াকু রান বোর্ডে তুলেও হারতে হয় তাদের। তবে অন্যদিকে দুর্দান্ত প্রত্যাবর্তন হয়েছে ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার আন্দ্রে রাসেলের। প্রথম টি-২০তে বল হাতে অল্প দিয়ে তুলেছেন তিনটি উইকেট এবং ব্যাট হাতে অল্প বল খেলে করেছেন দ্বিগুণ রান। এই অলরাউন্ড পারফরমেন্সের জেরে ম্যাচের সেরাও হন তিনি। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জানিয়েছেন যে দীর্ঘ দুই বছর বাদে ডাক পাওয়ার পর তিনি ভাবছিলেন কি করে ম্যাচের সেরা পুরস্কারটি জিতবেন এবং অবশেষে জিততে পেরে তিনি খুশি।
মঙ্গলবার ব্রিজটাউনে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটি খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ১৯.৩ ওভারে ১৭১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। প্রথমদিকে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের আক্রমণ করলেও, পরের দিকে পাল্টা ক্যারিবিয়ান বোলাররা ইংল্যান্ডের রানের বন্যার রুখে দেয়। সৌজন্যে আন্দ্রে রাসেলের প্রশংসনীয় স্পেল। চার ওভার বল করে ১৯ রান দিয়ে তিনি তুলেছেন তিনটি উইকেট। এদিন ব্যাট হাতেও তাক লাগিয়েছেন তিনি। ১৭২ রান তাড়া করতে নেমে রোভম্যান পাওয়ালকে সঙ্গে নিয়ে দ্রুত গতিতে রান করে ম্যাচ জেতায় ওয়েস্ট ইন্ডিজকে। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচের সেরা পুরস্কার নিতে গিয়ে তিনি দাবি করেন দীর্ঘদিন বাদে এই পুরস্কারটি পেয়ে তিনি অত্যন্ত খুশি।
রাসেল বলেন, 'দীর্ঘ দুই বছর বাদে আমি দেশের জার্সিতে ম্যাচ খেলেছি। তবে সত্যি বলতে গেলে কি বহুদিন পর যখন আমি জাতীয় দলে ডাক পাই, আমি ভাবছিলাম কি করে ম্যাচের সেরা পুরস্কারটা জিতব। অবশেষে এই পুরস্কারটি আজ আমি জিতলাম। আমি খুবই খুশি। আমি সেটা বলে বোঝাতে পারবো না। এই অনুভূতিটাই আলাদা।'
পাশাপাশি বহুদিন বাদে জাতীয় দলের হয়ে খেলতে নেমে অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। রাসেল জানান, 'প্রথমদিকে ইংল্যান্ডের শুরুটা ভালই হয়েছিল। ওরা দ্রুত গতিতে রান করছিল। একটা পর্যায়ে আমাদের বোলাররা রীতিমতো হাবুডুবু খাচ্ছিল রানের বন্যা রুখতে। তবে পরের দিকে ওদের রানের গতিটা আমরা বন্ধ করে ফেলি। আমাদের বোলাররা সেই মুহূর্তে খুব ভালোই বল করে গিয়েছে এবং একটা পাহাড় সমান টার্গেট হওয়ার থেকে দলকে বাঁচায়। পরে রান তাড়া করার সময় যখন আমি ক্রিজে আসি, আমার সাথে ছিল রোভম্যান। ও অন্যদিকে দারুণ ভাবে ধরে খেলেছে এবং আমাকে সাহায্য করে গিয়েছে। আমরা দুজনেই আশাবাদী ছিলাম যে আমরা ম্যাচ শেষ করতে পারবো এবং আমরা সেটাই করে দেখিয়েছি।'