মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে খুবই উচ্ছ্বসিত ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এর কারণ তার দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তার জন্মদিনে দিল্লি ক্যাপিটালসকে (ডিসি) হারিয়ে আইপিএলের চলতি মরশুমে আবার জয়ের ধারায় ফিরেছে।
ম্যাচের শেষ মুহূর্তে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর অসাধারণ স্পিন আক্রমণে দিল্লিকে ১৪ রানে পরাজিত করে কেকেআর। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মঙ্গলবার। ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণীতে আন্দ্রে রাসেল বলেন, ‘আজ মিটিংয়ে ছেলেদের বলেছিলাম, আমি একটা জয় চাই। এটাই সবচেয়ে দারুণ টি-টোয়েন্টি লিগ। আমার জন্মদিনে এই ম্যাচটি রাখার জন্য ধন্যবাদ। পুরো দল একসঙ্গে খেটেছে। রান বোর্ডে তোলা ছিল খুব গুরুত্বপূর্ণ। ওরা মাঝের ওভারে কিছু ভুল করেছে আর আমরা সেই সুযোগে উইকেট পেয়েছি। খুবই খুশির দিন। আমি আগেই ঠিক করে রেখেছিলাম, ছয়টি ইয়র্কার করব, আর সেটাই ছিল আমার পরিকল্পনা। অধিনায়ককেও তা জানিয়েছিলাম।’
প্রথমে ব্যাট হাতে আন্দ্রে রাসেল ৯ বলে গুরুত্বপূর্ণ ১৭ রান করেন, যা কেকেআরকে ২০৪ রানে পৌঁছাতে সহায়তা করে। বোলিংয়ে তিনি ২ ওভারে ২২ রান দিয়ে একটি উইকেট নেন এবং ম্যাচের শেষ ওভারে দিল্লির বিপ্রজ নিগমকে আউট করে জয় নিশ্চিত করেন।
আরও পড়ুন … ও সবসময় আগে প্র্যাকটিসে চলে আসে, কঠোর পরিশ্রম করে… KKR ক্যাপ্টেন রাহানের গলায় নারিনের প্রশংসা
ম্যাচ জয়ের পরে আন্দ্রে রাসেল বলেন, ‘একজন বোলার হিসেবে যদি তুমি নিজেকে বিভ্রান্ত না করো, তাহলে ভালো করো। বিশেষ করে ডেথ ওভারে বোলারদের সরল থাকা উচিত। আমরা এই মরশুমে ব্যাটিং ইউনিট হিসেবে খুব একটা ক্লিক করিনি, কিন্তু তাও ভালো রান তুলতে পেরেছি। হয়তো ছয়-সাতজন ব্যাটারের মধ্যে তিনজন ভালো ইনিংস খেলছে। তবু আমি ছেলেদের উপর আস্থা রাখি। আত্মবিশ্বাস এখনও আছে। আমরা শুধু আমাদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করি, বেশি ভাবার দরকার নেই।’
তিনি সুনীল নারিনের প্রভাব নিয়ে বলেন, ‘(১৪তম ওভারে) ওকে আবার বোলিংয়ে আনা ছিল খুব গুরুত্বপূর্ণ, সেই ওভারে বড় উইকেট পেয়েছিল। সেখান থেকেই আমরা আত্মবিশ্বাস পেতে শুরু করি। বরুণও শেষদিকে একটা ওভারে দুই উইকেট নিয়েছিল। এটা দেখায় আমাদের বোলিং ইউনিট কতটা ভালো। আমাদের এমন বোলার আছে যারা বড় রান ডিফেন্ড করতে পারে। নারিন মাঠে খুব সক্রিয়। অনেকেই ওকে ভুলভাবে বিচার করে। মাঠে সে এক জন নেতা। গত পাঁচ বছরে সে অনেক বেশি কথা বলে। নিজের পারফরম্যান্স সে খুব উপভোগ করে, এটা মাঠে স্পষ্ট বোঝা যায়।’
আরও পড়ুন … কেমন আছেন অক্ষর প্যাটেল? KKR-এর কাছে হেরে নিজের চোট নিয়ে কথা বললেন DC ক্যাপ্টেন
ম্যাচে দিল্লি ক্যাপিটালস ২০৫ রান তাড়ায় ১৪ ওভারে ১৩৬/৩ অবস্থানে ছিল, কিন্তু নারিন (৩/২৯) ও বরুণ (২/৩৯) দুর্দান্ত কামব্যাক করে দিল্লিকে ১৯০/৯-এ আটকে দেয়। ফ্যাফ ডু প্লেসি (৪৫ বলে ৬২, সাতটি চার ও দুটি ছক্কা), অধিনায়ক অক্ষর প্যাটেল (২৩ বলে ৪৩, চারটি চার ও তিনটি ছক্কা), ও বিপ্রজ নিগম (১৯ বলে ৩৮, পাঁচটি চার ও দুটি ছক্কা) চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।
এই জয়ের ফলে কেকেআর এখন সাত নম্বরে, চারটি জয় ও পাঁচটি হারে তাদের পয়েন্ট ৮। দিল্লি ক্যাপিটালস ছয়টি জয় ও চারটি হারে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। ঘরের মাঠে তারা এখন পর্যন্ত চার ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে।