নাম দেবচন্দ্রিমা সিংহ রায়। টলিপাড়ায় এই নামটি কিন্তু বেশ পরিচিত। তবে গত বেশকিছু মাসে বলিপাড়াতেও নিজের জমি শক্ত করছে অভিনেত্রী। সদ্য শেষ হয়েছে দেবচন্দ্রিমার 'সুহাগন চুড়েল' সিরিয়ালটি। আর তাই আপাতত বেশকিছুদিনের বিরতি। এই মুহূর্তে ছুটি কাটাতে আপাতত দুবাইতে গিয়েছেন দেবচন্দ্রিমা।
দুবাই- Holiday-র নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেও দেখা যাচ্ছে অভিনেত্রী। কখনও সেখানকার ঝাঁ-চকচকে কোনও মসজিদে গিয়ে বোরখা পরে ছবি পোস্ট করেছেন। কখনও আবার খোলামেলা পোশাকে দুবাই-এর বিভিন্ন প্রান্ত ঘুরে ভিডিয়ো তুলে পোস্ট করেছেন। কখনও দেখা গিয়েছে হোটেলের সুইমিং পুলের সামনে স্নান পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
আর এবার দুবাই-এর ১৩ হাজার ফিট উপর থেকে ঝাঁপ দিয়ে বসলেন অভিনেত্রী। ভাবছেন তো সে আবার কী কথা! নাহ ভয়ের কিছুই নেই, আসলে এসবই তিনি করেছেন স্কাই ডাইভিং-এর জন্য। আর সেই ছবি পোস্ট করে দেবচন্দ্রিমার ক্যাপশান, ‘FEEL THE FEAR AND DO IT ANYWAY’ (ফিল দ্য ফিয়ার, ডু ইন অ্যানিওয়ে) অর্থাৎ ভয়কে উপভোগ করুন, তা সে যেভাবেই হোক।