প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু লেখালেখি করেন অমিতাভ বচ্চন। মূলত ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার ♓🍒জন্যই এই পন্থা বেছে নিয়েছেন তিনি। তবে এবার তিনি এমন একটি জটিল সমস্যায় পড়েছেন, যার থেকে বাঁচতে সোশ্যাল মিডিয়া ইউজারদেরই শরণাপন্ন হতে হল তাঁকে। কী এমন ঘটল?
অমিতাভ সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেন, সেই পোস্টে ফুটে ওঠে তাঁর দৃষ্টিভঙ্গি। ব্যাক্তিগত হোক বা পেশাগত যাই হোক না কেন, অভিনেতার পোস্টের জন𝐆্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ভক্তরা। কখনও নিজের কবিতা কখনও আবার বাবার কবিতাও পোস্ট করে থাকেন তিনি। কখনও আবার যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে বিভিন্ন মুহূর্তের ছবিও পোস্ট করতে দেখা যায় অমিতাভকে।
আরও পড়ুন: বন্ধ হয়ে গেল ‘দ্য😼া দিল্লি ফাইলস’ - এর শ্যুটিং, ক💎্ষুব্ধ বিবেক বললেন,'অসম্ভব!'
আরও পড়ুন: কেশরী চ্যাপ্টার ২ দেখ🧜ে আপ্লুত রানা দাগ্গুবতি, বললেন, 'এমন সিনেমা সব 𒁃ভাষায়...'
সম্প্রতি অমিতাভ X হ্যান্ডেলে একটি পোস্ট করে সকলের উদ্দেশ্যে জিজ্ঞাসা করে🧸ছেন, ফলোয়ার্স বাড়ানোর পদ্ধতি কী? অভিনেতার প্রশ্নেꦿর উত্তরে মজাদার কমেন্ট করেছেন নেটিজেনেরা।
বিগ বি পোস্ট করে লিখেছেন, ‘প্রচুর চেষ্টা করছি, কিন্তু ৪৯ মিলিয়ন ফলোয়ার্সের পর সেই সংখ্যা কিছুতেই বাড়ছে না। কোনও উপায় থাকলে জানান।’ অমিতাভের এই অনুরোধের উত্তরে মজাদার ক🍬মেন্টে ভরে গেছে অভিনেতার কমেন্ট বক্স।
একজন লিখেছেন, স্যার আপনার ফলোয়ার্সের কি দরকার? অন্যজন আবার মজা করে লিখেছেন, ‘জয়াজির সঙ্গে ঝগড়া করুন আর সেই ভিডিয়ো পো꧋স্ট করে দিন, দেখবেন হু হু করে ফলোয়ার্স বেড়ে গেছে।’ অন্য একজন আবার লিখেছেন, ‘আপনি সকলের মনের খুব কাছাকাছি থাকেন। ৪৯ মিলিয়ন কেন, আপনার ভক্ত সংখ্যা অগণিত।’
এই সমস্ত কমেন্টের মধ♏্যে একটি কমেন্ট ভীষণ মজাদার ছিল। একজন লিখেছেন, ‘রেখার সঙ্গে𝓀 ছবি দিয়ে দিন। দেখবেন ৫০ মিলিয়ন একদিনে হয়ে যাবে। তবে এতে আপনার সংসার ভেঙে যেতে পারে!’
আরও পড়ুন: বলিউডে প্রত্যাবর🧜্তন ফ♉াওয়াদের,সমর্থন জানিয়ে সুস্মিতা বললেন, 'শিল্পে স্বাধীনতা…'
আরও পড়ুন: টিকিট কেটেও মেলেনি হৃতিকের ছবি𒈔, ভক্তদের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি আয়োজকদের
আবার অনেক🅰ে পরামর্শ দিয়ে লিখেছেন, ‘আপনি আপনার দীর্ঘ কাজের জীবনের অদেখা গল্প বা মজাদার মুহ🅠ূর্ত শেয়ার করুন, আমরাও কিছুটা সমৃদ্ধ হই।’ এত পরামর্শের মধ্যে অমিতাভ কোনটিকে বেছে নেবেন সেটাই এখন দেখার।