ইন্ডিয়ান ওমেন লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্♋গলের মহিলা ফুটবল দল। এবারে ভারতীয় ফুটবলের অধিকাংশ ট্রফিই জিতেছে বাংলার দলগুলো। সন্তোষ ট্রফিতে সঞ্জয় সেনের দল নজর কাড়ার পর মোহনবাগান আইএসএলের লিগ শিল্ড এবং কাপ জিতেছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব 💟ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবও আইলিগ দ্বিতীয় ডিভিশন জিতে আইলিগে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। আর সুপার কাপেরও বর্তমান চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।
এবার জানা গেল, ভারতীয় ফুটবলের মহিলা লিগ জয়ের জন্য পুরস্কার নিতে হাজির থাকতে চলেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে এই প্রতিযোগিতায়। কিন্তু রাজ্👍যের ক্রীড়ামন্ত্রীর অবদান অনেক রয়েছে বাংলার ফুটবলে, সেই কারণেই ইস্টবেঙ্গলের কর্তারা সিদ্ধান্ত 🐼নিয়েছেন অরূপ বিশ্বাসই ক্লাবের তরফে পুরস্কার গ্রহণ করবেন।
আসলে এর পিছনে রয়েছে অন্য একটি কারণ। এমনিতে যে দল জেতে স্রেফ তাঁদের অধিনায়করাই ট্রফি নিয়ে থাকে। সেক্ষেত্রে রাজ্যের মন্ত্রীরা সেখানে উপস্থিত থাকেন বা ট্রফি তুলে দিয়ে থাকেন। কিন্তু এবারে মন্ত্রী ট্রফি তুলে দেবেন না, তাঁর হাতেই 🔴ক্লাবের জেতা ট্রফি এআইএফএফের পক্ষ থেকে তুলে দেওয়া হবে, যা বাংলার ফুটবল💖ে বিরল।
আসলে গত সপ্তাহে আইএসএল কাপের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে নেমেছিল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। কলকাতার যুবভারতীতে খেলা হলেও রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে সেই ম্যাচের জন্য সর✨কারিভাবে আমন্ত্রণ জানানো হয়নি। এফএসডিএলের পক্ষ থেকেও কোনও আবেদন জানানো হয়নি, আবার মোহনবাগান ক্লাবও সরকারিভাবে তাঁকে আমন্ত্রণ জানায়নি।
যে রাজ্যে খেলা হচ্ছে সে রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে না ডাকাটা দুঃখজনক বলে দাবি করেছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। মোহনবাগানের ফাইনাল ম্যাচের দিনই ইস্টবেঙ্গল ꦿক্লাব তাঁবুতে জরুরি বৈঠক ডেকে দেবব্রত সরকার জানিয়ে দেন, ক্রীড়ামন্ত্রীকে আইএসএল কাপ ফাইনালে না ডাকার সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। এরপরই ইস্টবেঙ্গল ক্লাব সিদ্ধান্ত নেয় যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং দলের অধিনায়ক ইস্টবেঙ্গলের IWL-র ট্রফি গ্রহণ করবে। সেই মতো আবেদন জানায় ক্লাব।
প্রসঙ্গত বারপুজোর দিনে মোহনবাগানে দেখা যায়নি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। এরপরই গুঞ্জন ছড়ায়, তিনি নাকি রাগ করে আসেননি বাগান তাঁജবুতে। পরে সচিব দেবাশিস দত্তও জানান, এআইএফএফ, এফএসডিএলের জন্য মোহনবাগান ক্লাবে ক্রীড়ামন্ত্রী এলেন না। অর্থাৎ আইএসএল💖 কাপে ক্রীড়ামন্ত্রীকে না ডাকার কারণই তিনি ঘুরিয়ে দেখান। আর কুণাল ঘোষ স্পষ্টই জানান, এআইএফএফের সভাপতি কল্যাণ চৌবে রাজনীতির রং লাগানোর জন্যই ইচ্ছাকৃতভাবে ক্রীড়ামন্ত্রীকে আবেদন জানাননি।
এই আবহেই ইস্টবেঙ্গল ক্লাব একধাপ𒁏 এগিয়েই মহিলা লিগ জয়ের জন্য তাঁদের যে ট্রফি প্রাপ্য সেই ট্রফি গ্রহণ যাতে রাজ্যের ক্রীড়ামন্ত্রী করতে পারেন, সেই আহ্বান জানান। আর তাতেই সায় দিয়ে দিল এআইএফএফ। ভারতীয় ফুটবল সংস্থার তরফে মেলে জানানো হ✨য়, যে অধিনায়কের সঙ্গে ক্রীড়ামন্ত্রীও ট্রফি গ্রহণ করতে পারবেন। বুধবার ইস্টবেঙ্গলের মাঠেই রয়েছে গোকুলম কেরলের বিপক্ষে লিগের শেষ ম্যাচ। এক ম্যাচ আগেই লালহলুদ চ্যাম্পিয়ন হয়ে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।