স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত দুর্গাপুর জংশন সদ্যই মুক্তি পেয়েছে বক্স অফিসে। আগামীতে কোন সহকর্মীর সঙ্গে কাজ করতে চান থেকে নিজের জীবন নিয়ে কী বললেন অভিনেত্রী?
আরও পড়ুন: 'বৌঠান'কে ভুলে অন্য নারীর সঙ্গে জন্মদিন পালন! এবার কি তবে দূরত্ব বাড়বে স্বতন্ত্র-কমলিনীর?
আগামীতে কার সঙ্গে কাজ করতে চান স্বস্তিকা?
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্বস্তিকা মুখোপাধ্যায় জানিয়েছেন তিনি প্রেমের ছবি করতে চান। তাও অনির্বাণ ভট্টাচার্যর সঙ্গে। সম্প্রতি শহরের একটি ইভেন্টে অনির্বাণ এবং স্বস্তিকা একাধিক অসম্পূর্ণ প্রেমের চিঠি পাঠ করেছেন। তাঁদের সেই রসায়ন দর্শকদের মনে ধরেছে। সেই প্রসঙ্গ টেনেই অভিনেত্রী এদিন বলেন, 'আমি সৃজিতকে বলেছি প্রেমের ছবি বানাতে। সেখানে রাইমা (রাইমা সেন) আর আমাকে নিতে পারে। আর অনির্বাণ ভট্টাচার্য। আমরা একটা অনুষ্ঠানে একসঙ্গে প্রেমের চিঠি পড়েছি, খুবই প্রশংসিত হয়েছে সেটা। মানুষের মধ্যে যে উন্মাদনা দেখলাম আমাদের একসঙ্গে মঞ্চে দেখে তাতে বুঝেছি মানুষ আমার আর অনির্বাণের প্রেমের রসায়ন দেখতে চায়। কেউ এই জুটিকে কেন ব্যবহার করছে না জানি না। অনির্বাণ এত ভালো একজন অভিনেতা।'
অভিনেত্রীকে যখন জানানো হয় সৃজিত মুখোপাধ্যায় প্রেমের ছবি না বানালেও প্রেমের গান লিখেছেন কিলবিল সোসাইটির জন্য তখন স্বস্তিকা সাফ বলেন, 'বাহ! করুক। সৃজিতের প্রেম দীর্ঘজীবী হোক। এই ফাঁকে আমি আর অনির্বাণ একটা ছবি করে ফেলি।'
ব্যক্তি জীবন নিয়ে কী বললেন স্বস্তিকা?
বর্তমানে স্বস্তিকা সিঙ্গল মাদার। একদিকে চুটিয়ে কাজ করছেন, অন্যদিকে মেয়ে তো আছেই। কিন্তু নতুন সম্পর্কে জড়াননি আর। এই একা থাকা প্রসঙ্গে এদিন স্বস্তিকা মুখোপাধ্যায় জানান, 'একা থাকতে কেউ জোর করে চায় না। জীবনে ভালোবাসা থাকুক এটাই চাই। দিনান্তে যাকে সব বলা যাবে এমন সঙ্গী থাকুক। সবাই আমরা হয়তো এমন চাই। কিন্তু ঈশ্বরই জানেন যে এমন পাব কিনা। তবে এটুকু বুঝেছি যে মহিলার অনেক গুণ তার সঙ্গী পাওয়া মুশকিল।'
আরও পড়ুন: কালবৈশাখীতে ঝরে থেঁতলে যাওয়া আম কেবলই রূপক! সমাজকে কোন বার্তা দিলেন লাফটারসেন?
দুর্গাপুর জংশন প্রসঙ্গে
দুর্গাপুর জংশন ছবিটি ২৫ এপ্রিল বড় পর্দায় রিলিজ করল। অরিন্দম ভট্টাচার্য ছবিটির পরিচালনা করেছেন। শিবপুর ছবিটির পর আবারও এখানে তাঁর পরিচালনায় দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। থাকবেন বিক্রম চট্টোপাধ্যায়ও। এই ছবিতে অভিনেতাকে পুলিশের চরিত্রে দেখা যাবে। সাহেব বিবি গোলাম ছবির পর আবারও দুর্গাপুর জংশনে স্ক্রিন ভাগ করলেন বিক্রম এবং স্বস্তিকা। আমেরিকার বুকে ঘটে যাওয়া একটি ঘটনাকে অবলম্বনে করে বানানো হয়েছে দুর্গাপুর জংশন। ওষুধের বিষক্রিয়ায় একের পর এক মৃত্যু। এগুলো কি আদৌ মৃত্যু নাকি খুন? সেই উত্তর মিলবে ছবিতেই। দুর্গাপুর জংশন ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রাজদীপ সরকার, একাবলি খান্না, প্রদীপ ধর প্রমুখ।