‘আমি আবারও দেউলিয়া হয়ে গিয়েছি।’ 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবি তৈরির আগে কেন একথা বললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী? সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন পরিচালক। সাফ জানিয়েছেন, তিনি ব্যবসায়িক সাফল্যের কথা ভেবে সিনেমা তৈরি করেন না। তিনি তাঁরꦛ সুপারহিট এবং আলোচিত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'-এর মাধ্যমে যা কিছু উপার্জন করেছিলেন, সবই আবার 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির জন্য খরচ করে ফেলেছেন।
ঠিক কী বলেছেন বিবেক অগ্নিহোত্রী?
‘আমি বাণিজ্যিক সাফল্যকে পরোয়া করি না। আপনাদের হয়ত মনে হতে পারে যে, দ্য কাশ্মীর ফাইলস আমার জন্য বাণিজ্যিক সাফল♑্য এনেছে,কিন্তু না। হতে পারে এটা Zee-এর জন্য আর্থিক সাফল্য এনেছে। তবে আমি এই ছবির জন্য সুবিধাভোগী নই। এটি Zee-এর সম্পত্তি। আমি যা কিছু অর্থ উপার্জন করেছি, সবই আমি আমার পಞরবর্তী ছবিতে খরচের জন্য রেখে দিয়েছিলাম। যা এখন দ্য ভ্যাকসিন ওয়ার-ছবির জন্য কাজে লাগছে। যথারীতি আমি দেউলিয়া হয়ে গিয়েছি। আমি আমার ছবির অভিনেত্রী পল্লবী যোশীকেও এই কথাই বলছিলাম। যে আমার কাছে আর কিছুই বেঁচে নেই, আবার লড়াই শুরু হয়েছে।’
আরও পড়ুন-Gadar 2 Audience Reaction: মুক্তির দিনেই সღানি-আমিশার গদর ২ দেখলেন, হল থেকে বের হয়ে কী বলছেন দর্শকরা?
আরও পড়ুন-Exclusive Rukmini Maitra: লোকে বলে ট্যালেন্টেড নই, অভিনয় পারি না, তবে আমি জা🐲নি আমি পরিশ্রমী: রুক্মিণী
আরও পড়ুন-Exclusive Raj Chakrabortyܫ: রকি অউর রানি বাংলায়𒆙 হলে চলত না, আমরা হিপোক্রিট: রাজ
এর আগে পরিচালক ও নির্মাতারা জানিয়েছিলেন, 'দ্য কাশ্মীর ফাইলস'-নাকি একটাও মিথ্যে নেই। তবে অনেকেই তাঁর এই ছবি নিয়ে প্রশ্ন তুলেছেন। সেপ্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে অপূর্ব অগ্নিহোত্রী বলেন, ‘এই লোক গুলো কারা? যাঁরা কাশ্মীর ফাইলসের বিরুদ্ღধে দাঁড়িয়েছেন তাঁরাই আবার ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধেও দাঁড়িয়েছেন। এঁরা একই ব্যক্তি যিনি সর্বদা পাকিস্তানের পক্ষে কথা বলছেন। এরা ঠিক সেই একই লোক যাঁরা পরোক্ষভাবে সন্ত্রাসবাদকে সমর্থন করে আসছে। তাঁরা কাশ্মীরে সন্ত্রাসবাদকে ঢেকে রাখতে চাইছে। এরা ঠিক একই মানুষ যাঁরা স্বাধীন কাশ্মীরের সঙ্গে দাঁড়িয়েছে এবং যাঁরা টুকড়ে টুকড়ে গ্যাংয়ের সঙ্গে দাঁড়িয়েছে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে কেন এই লোকেদের সন্ত্রাস শিল্পের প্রতি সহানুভূতি বা সমর্থন রয়েছে! তাহলেই বুঝবেন যে কেন তারা কাশ্মীর ফাইলসের বিরুদ্ধে, কারণ এই ছবিটি প্রথমবারের সন্ত্রাসবাদকে সামনে এনেছে। এমনটা আর ভারতের অন্য কোনোও ছবি কর꧃তে পারেনি।’