গুড ফ্রাইডে উপলক্ষে শুক্র, শনি ও রবি তিনদিনের ছুটি রয়েছে। এই সময় অনেকেই লং উই🌠কেন্ড ট্রিপ প্ল্যান করে থাকেন। তেমনই ইতিহাসের স্মৃতিবিজড়িত স্থান থেকে ঘুরে আসার প্ল্যানও করতে পারেন। পড়শি রাজ্যেই রয়েছে এমন বেশ কিছু স্থান যেখানে রয়েছে সুপ্রাচীন ইতিহাসের নিদর্শন। কোন রাজ্যের কথা বলা হচ্ছে ভাবছেন? বিহার। ভারতের ইতিহাসের অন্যতম বড় খনি হল বিহার। এই রাজ্যে একদিকে যেমন রয়েছে বোধগয়া, নালন্দার মতো স্থান, অন্য দিকে রয়েছে রাজগীর, বিক্রমশীলার মতো প্রাচীন ঐতিহাসিক স্থান। দেখে নেওয়া যাক, কীভাবে ঘুরবেন, কোথায় থাকবꩵেন ও কীভাবে যাবেন।
বোধগয়া
বোধিলাভের পর এখান থেকেই আধ্যাত্মিক যাত্রা শুরু হয় গৌতম বুদ্ধের। বোধগয়া বিশ্বের গুরুত্বপূর্ণ বৌদ্ধ তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম।বোধগয়ায় অবস্থিত একটি বিশাল বৃক্ষের নীচে ধ্যান করার সময় বুদ্ধ প্রথম বোধি লাভ করেন। বর্তমানে এই স্থানটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। মহাবোধি মন্দিরটিতে প্রবেশ করলে মনের ভিতর গভীর শান্তি ও তৃপ্তি অনুভব করবেন যে কেউ। এছাড়াও, বোধগয়াতে রয়েছে ববু বৌদ্ধ মঠ ও মন্দ𒐪ির। ঘুরে আসতে পারেন সে෴খানেও।
আরও পড়ুন - হাতে মাত্র এﷺকদিনেﷺর ছুটি? ঘুরে আসুন কলকাতার কাছেই এই গাছপালা ঘেরা পৃথিবী
নালন্দা বিশ্ববিদ্যালয়
পঞ্চম শতাব্দীতে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় বর্তমানে ধ্বংসাবশেষꦛে পরিনত হয়েছে। পাটনা থেকে ৯০ কিমি দূরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় । শুধু ভারত নয়, বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় অন্যতম। ঐতিহাসিকদের মতে, নালন্দায় আনুমানিক ১০ হাজার ভিক্ষু ও ছাত্র পড়াশোনা করত। বৌদ্ধ শিক্ষাচর্চার একটি উল্লেখযোগ্য কেন্দ্র ছিল নালন্দা। দ্বাদশ শতাব্দী পর্যন্ত বহাল তবিয়তে টিকে ছিল এটি। পরবর্তীকালে মুসলিম আক্রমণকারীদের লুঠপাট ও হামলায়ꦿ ধ্বংসস্তূপে পরিনত হয় বিশ্ববিদ্যালয়টি। সেই সময় গ্রন্থাগারে আগুনও ধরিয়ে দেওয়া হয় যার ফলে প্রায় ৯ হাজার পাণ্ডুলিপি ধ্বংস হয়ে যায়।
আরও পড়ুন - হার্টের রোগ বাড়ছে হিমোফিলিয়া রোগীদের মধ্যেও! স♛েরা চিকিৎসা কোন পথে?
রাজগীর
রাজগীরের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান বিশ্ব শান্তি স্তূপ । একে বিশ্ব শান্তি প্যাগোডাও বলা হয়। ভারতে নির্মিত ৭টি শান্তি প্যাগোডাগুলির মধ্যে বিশ্ব শান্তি স্তূপ অ🔴ন্যতম। জাপানি শৈলীর অপূর্ব প্রকাশ দেখা যায় এই স্থাপত্যে। ১৯৬৯ সালে প্যাগোডাটি নির্মাণ করা হয়েছিল। বুদ্ধের জীবনের চারটি গুরুত্বপূর্ণ পর্যায়ের উপর ভিত্তি করে এখানে বুদ্ধের চারটি মূর্তি স্থাপিত রয়েছে। এই চারটি পর্যায় হল জন্ম, জ্ঞানার্জন, শিক্ষা ও মৃত্যু। লং উইকেন্ড ট্রিপে ঘুরে আসতে পারেন এই তিনটি স্থানই।