কর্ণাটকের হাভেরী জেলায় ডিউটি করার সময় মাঝপথে বাস থামানোর অভিযোগে এক সরকারি বাস চালককে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তদন্তের নির্দেশ দেয় কর্ণাটক পরিবহণ দফতর। চালকের এই পদক্ষেপের ফলে যাত্রীদের অসুবিধা হয়েছিল এবং কিছু যাত্রী এ সম্পর্কে অভিযোগ দায়ের করেছিলেন। (আরও পড়ুন: যুদ্ধ হলে আমরা পাকিস্তানের সঙ্গে আছি, আরও এক শত্রু বাড়ল ভারতের)
আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণকে কেন্দ্র করে সংঘর্ষ, ধৃত ৬৫-র বৃদ্ধ, মসজিদে ছোড়া হল পাথর
ঠিক কী ঘটেছে?
ঘটনাটি ঘটেছে গত ২৯ এপ্রিল। কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (কেএসআরটিসি) বাসটি হুবলি থেকে হাভেরি যাচ্ছিল। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাসের ভিতরে সিটে বসে নমাজ পড়ছেন চালক। ভিডিয়োতে দেখা যায়, চালক পুরোপুরি নমাজে মগ্ন, আবার কিছু যাত্রী তাঁকে দেখছেন। বাইরের রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল। ঘটনাটি ঘটেছে হুবলি-হাভেরি রোডের জাভেরির কাছে। গাড়ির চালকের নাম এ কে মোল্লা। (আরও পড়ুন: সব পাক নাগরিক দেশ ছাড়লেও তিনি আছেন ভারতেই, পহেলগাঁও হামলায় নাম জড়াল সেই সীমার?)
আরও পড়ুন: মে মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম কমল, কলকাতায় LPG সিলিন্ডারের রেট কত হল?
বাসে থাকা কয়েকজন যাত্রী তাদের মোবাইল ফোনে ঘটনাটি রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। মোল্লার নমাজ পড়ার ভিডিয়ো এখন ভাইরাল। যাত্রীরা জানান, মাঝপথে বাস থামিয়ে তাদের যাত্রা বিলম্বিত হওয়ায় তাদের অসুবিধা হচ্ছে। কয়েকজন যাত্রী পরিবহণ নিগমের কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন। (আরও পড়ুন: ভারতের ভয়ে মধ্যরাতে বড় সিদ্ধান্ত পাকিস্তানের, এবার কেন্দ্রবিন্দুতে ISI প্রধান)
আরও পড়ুন: 'রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমাব', ছাব্বিশের ভোটের আগে বড় উপহার মুখ্যমন্ত্রীর
কর্ণাটকের পরিবহণমন্ত্রী রামলিঙ্গ রেড্ডি এই ঘটনার সত্যতা যাচাই করে নর্থ ওয়েস্ট কর্ণাটক রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ম্যানেজারকে চিঠি লেখেন। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। চিঠিতে তিনি লিখেছেন, 'সরকারি চাকরিতে কর্মরত কর্মীদের কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়। প্রত্যেক ব্যক্তির তার ধর্মীয় অনুশীলন অনুসরণ করার অধিকার রয়েছে। তবে কর্তব্যের সময় এটি করা উচিত নয়। যাত্রী নিয়ে রাস্তার মাঝখানে বাস থামিয়ে নমাজ পড়া আপত্তিকর।' (আরও পড়ুন: অযোধ্যায় বাবরি মসজিদের ইট গাঁথবে পাক সেনা, দাবি সেনেটরের, কে এই পলওয়াশা?)
নর্থ ওয়েস্ট কর্নাটক রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, দু'দিন আগে ডিউটি করার সময় ৫৮ বছর বয়সি ওই ব্যক্তিকে নমাজ পড়তে দেখা যায়। এনডব্লিউকেআরটিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে চালকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। কর্মকর্তারা বলছেন, তারা ভিডিয়োটির সত্যতা এবং ঘটনার সব দিক খতিয়ে দেখবেন। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ চালকের এই পদক্ষেপকে অন্যায্য আখ্যা দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।