সোমবার (১৪ এপ্রিল, ২০২৫) বাংলাদেশে পালিত হচ্ছে বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখের অনুষ্ঠান। সেই উপলক্ষে একাধিক পদযাত্রা, শোভাযাত্রা-সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই উপলক্ষে বাংলাদেশিরা তাঁদের ফেসবুকে নানা পোস্টও করছেন। লক্ষ্যণীয়ভাবে তেমনই কিছু ফ🦩েসবুক পোস্ট নি💧জের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শেয়ার করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম।
তাঁর এদিনের সেই সমস্ত পোস্টে যেমন পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'ফ্যাসিবাদী' চেহাཧরা তুলে ধরা হয়েছে। তেমনই সাম্প্রদায়িক সম্প্রীতিরও বার্তা দেওয়া হয়েছে। শফিকুল এদিন দুপুরে মোহাম্মদ রোমেল নামে এক ডিজিট্যাল ক্রিয়েটরের কিছু পোস্ট শেয়ার করেছেন। তার মধ্যে একটিতে ইসলাম ধর্মগুরুদের সঙ্গেই একসঙ্গে বসে আলাপ-𓆏আলোচনা করতে দেখা যাচ্ছে গেরুয়া বসনধারীদের।
সেই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে - 'চট্টগ্রাম থেকে ব্রহ্মচারী ভাইয়েরা আসছেন । সকালে আজকের পহেলা ღবৈশাখের আনন্দ শোভাযাত্রায় যুক্ত হয়েছেন।' সেই একই পোস্টে রাক্ষসীর আদলে তৈরি শেখ হাসিনার একটি প্রতিকৃতিও শেয়ার করা হয়েছে।
তথ্যাভ💜িজ্ঞ মহলের মতে, এখানে শফিকুলের বার্তা অত্যন্ত স্পষ্ট। একদিকে তিনি শেখ হাসিনাকে অত্যাচারী শাসক হিসাবে তুলে ধরার চেষ্টা করেছেন এবং অন্যদিকে বোঝাতে চেয়েছেন, ম♋হম্মদ ইউনুসের জমানায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে।
শেষ আপডেট অ꧃নুসার𓆏ে, এই পোস্টে প্রায় ৫০০ জন ইউজার প্রতিক্রিয়া দিয়েছেন। তার মধ্যে 'হা হা রিঅ্যাক্ট' যেমন রয়েছে, তেমনই প্রচুর মানুষ 'লাভ রিঅ্য়াক্ট'ও দিয়েছেন।
অনেকেই বলছেন, আসলে অন্তর্বর্তী সরকারের প্রকাশ্য 'লাইন'-এর সামঞ্জস্য রেখেই শফিকুল এই পোস্ট করেছেন। এদিন 'পহেলা বৈশাখ' উপলক্ষে সকালেই তাঁর 'বাণী' শুনিয়েছে🔯ন মহম্মদ ইউনুস। সেখানে তিনি পহেলা বৈশাখের অনুষ্ঠানকে ধর্ম, বর্ণ নির্বিশে🌄ষে সমগ্র বাঙালি জাতির অনুষ্ঠান বলে উল্লেখ করেছেন। শফিকুলও ঠিক সেটাই করেছেন।
যদিও, মুখে যতই ইউনুস প্রশাসন সাম্প্রদায়িক সম্প্রীতির বুলি আওড়াক না কেন, বাংলাদেশ থেকে অশান্তির খবর আসা কিন্তু এখনও বন্ধ হয়নি। সেদেশের সংবাদমাধ্যম থেকেই জানা গিয়েছে, 'পহেলা বৈশাখ' পালনের আগের দিনই - অর্থাৎ - গতকাল (রবিব𒈔ার - ১৩ এপ্রিল, ২০২৫) রাতে চট্টগ্রামে বর্ষবরণের অনুষ্ঠান মঞ্চে হামলা ও ভাঙচুর চালানো হয়।
জানা গিয়েছে, চট্টগ্রামের ডিসি হিল এলাকায় রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে অশান্তি ছড়ায়। পয়লা বৈশাখ পালনের উদ্দেশ্যে সেখানে একটি মঞ্চ তৈরি করে তা সাজানো গোছানো হয়েছিল। কিন্তু, রাতে🅺 সেখানে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ভাঙচুরের অভিযোগে সাতজনকে আটক করে তারা।