ফের একটি আইসিসি ট্রফির পালক জুটল ভারতের মুকুটে। রোহিত শর্মার হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি উঠতে তাই দেশের বিভিন্ন জায়গার রাস্তায় ঢল নামে ভারতীয় সমর্থকদের। জাতীয় পতাকা নিয়ে উল্লাসে ফেটে পড়ে কোটি কোটি ক্রিকেটপ্রেমী। তেলঙ্গনার হায়দরাবাদেও একই দৃশ্য দেখা গিয়েছিল। তবে সেখানে নকি ভারতীয় ফ্যানদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা পোস্ট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এদিকে তেলঙ্গনার করিমনগরেও নাকি এই একই ঘটনা ঘটেছে। সেখানেও পুলিশ 'সাম্প্রদায়িক ইস্যু'র উল্লেখ করে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উল্লাসে বাধা দেয়। এই নিয়ে তেলঙ্গনার কংগ্রেস মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিকে তোপ দাগেন কেন্দ্রীয় মন্ত্রী বান্ডি সঞ্জয় কুমার। (আরও পড়ুন: খুশ🤪ির রাতে ধুন্ধুমার, ভার𝓀তের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় উদযাপনের মিছিলে ছোড়া হল পাথর)
আরও পড়ুন: সেই 'মোটা' রোহিতের ಞপুল শটেই 'আউট' শামা, ভারতের CT জয়ের পর কংগ্রেস নেত্রী বললেন…
এই ইস্যুতে অমিত মালব্য নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'হায়দরাবাদ পুলিশ দিলসুখনগরে লাঠিচার্জ করেছে। সাধারণ মানুষকে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের উদযাপন করা থেকে বিরত রাখতেই এই কাজ করা হয়েছে। করিমনগরেও একই ধরনের ঘটনার খবর পাওয়া গিয়ে🐲ছে। এটাই কি কংগ্রেস শাসিত রাজ্যে নতুন প্লেবুক? তারা ঠিক কাকে খুশি করার চেষ্টা করছে? ভারতীয়দের নিজেদের দেশের জয় আর কোথায় উদযাপন করার কথা?'
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী তথা তেলঙ্গনার প্রꦿাক্তন বিজেপি সভাপতি সঞ্জয় কুমার নিজের পোস্টে লেখেন, 'তেলঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী রেভান্থ রেড্ডি গারু কি স্পষ্ট করতে পারেন - করিমনগর পুলিশ কোন দেশকে সমর্থন করছে? আমরা ভারতের জয় উদযাপন করতে পারব না, কিন্তু পাকিস্তানের নাম দিয়ে একটা ফ্লেক্সি মুছে যাবে? কীভাবে ভারতের জয় উদযাপন একটি 'সাম্প্রদায়িক সমস্যা' হয়ে ওঠে?'
উল্লেখ্য, ಞভারতের ক্রিকেট ইতিহাসে ৯ মার্চ তারিখটি চিরস্মরণীয় হয়ে থাকতে চলেছে। এই আবহে দেশের বিভিন্ন প্রান্তে রাতেই জাতীয় পতাকা হতে বিজয় মিছিল করতে নেমে পড়েছিলেন বহু মানুষ। কলকাতা, মুম্বই থেকে শুরু করে ছোট শহরগুলিতেও গভীর রাতে রাস্তায় মানুষের ঢল নেমেছিল। তবে এই আবহে হায়দরাবাদ এবং করিমনগরে ভারতের জয় উদযাপনে পুলিশি বাধার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে কংগ্রেস সরকারকে তোপ দাগতে শুরু করেছে বিজেপি। এর আগে রোহিত শর♐্মাকে ‘অপমান’ করায় কংগ্রেস নেত্রী শামা মহম্মদকেও আক্রমণ শানিয়েছিলেন তাবড় বিজেপি নেতারা। আর হায়দরবাদের দিলসুখনগরের ঘটনা যেন পদ্ম শিবিরের হাতে নয়া ‘হাতিয়ার’।