Pension update-প্রয়াত শিক্ষক-শিক্ষাকর্মীদের অবিবাহিত বা স্বামীহারা কন্যাসন্তানও পেনশন পাবেন: আদালত Updated: 21 Jun 2023, 12:29 PM IST Soumick Majumdar বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে নিয়ে গঠিত বৃহত্তর ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। সামাজিক নৈতিক বোধ থেকেই ন্যায়ের ধারণা এসেছে বলে জানিয়েছে আদালত।