বড় সুযোগ পাবেন ফুটবলপ্রেমিরা। এবার থেকে ফুটবলভক্তরা চাইলে ফিফা বিশ্বকাপের ট্রফি ঘরে রাখতে পারবেন সাজিয়ে। এমনই ব্যবস্থা করা হচ্ছে, যদিও সাধ🏅ারণ মানুষের নাগালে যে সেই ট্রফি আসবে না সেকথা বলাই বাহুল্য। তবে মেসি-রোনাল্ডোরা একদিন যে ট্রফি ছুঁয়ে দেখেছেন, সেই ট্রফিই এবার বাড়ির ড্রয়িং রুমে সাজিয়ে রাখার সুযোগ করে দিচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
চার বছর অন্তর ফুটবল বিশ্বকাপের আসর বসে। সেই বিশ্বকাপ ছুঁয়ে দেখার জন্য ৩২টি দেশের ফুটবলাররা মরিয়া চেষ্টা চালান। তবে কুলিন দেশগুলোই শেষ পর্যন্ত সেই ট্রꦡফি ছুঁয়ে দেখার সুযোগ পায়, কারণ তাঁরাই শেষদিকে চাপ ধরে রেখে দলকে চ্যাম্পিয়ন করে। এই যেমন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা। লিওনেল মেসি, অ্যাঞ্জেল দি মারিয়ারা বিশ্বজয় করেছেন, ১৯৮৬ সালের পর ফের তাঁদের দেশে গেছে ট্রফি।
পেলে-মারাদোনা, রোনাল্ডিনহো, জিদান থেকে বেকেনবাওয়ার, প্লাতিনি, পাওরো রোসি, লোথার ম্যাথিউস, বিশ্বকাপ ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন কিংবদন্তিরা। জিয়ান লুইজি বুফো থেকে ফ্রান্সিসকো তোত্তি, মিরোস্লাভ ক্লোজ বা বাস্তিয়ান সোয়েনস্তাইগার, কিংবা সাম্প্রতিক সময়ের কিলিয়ান এমবাপেরা কাপ ছুঁয়ে দꩲেখার সুযোগ পেয়েছেন।
এবার তাঁদের সেই ফুটবল বিশ্বকাপের ট্রফিই ঘরে সাজিয়ে রাখার সুযোগ করে দিল ফিফা। জানা যাচ্ছে, ১৯৭৪ থেকে ২০২৪ সাল অর্থাৎ ফিফা বিশ্বকাপের ট্রফির ৫০তম বার্ষিকি উদযাপন করতেই অফিশিয়ান ট্রফি রেপ্লিকা বিক্রি করতে চলেছে ফুটবলের সর্বোচ্চ নিয়াম সংস্থা। জানা যাচ্ছে এই ট্রফির ওজন হবে ১ কেজি, এবং তা হবে প🦹ুরোটাই খাঁটি সোনার।
ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, এই ট্রফির রেপ্লিকা একমাত্র ইনভিটেশন দ্বারাই বিক্রি করা ﷺহবে। অর্থাৎ কেউ চাই💖লেই তা কিনতে পারবে না। ২৪ ক্যারেট সোনা দিয়ে ১ কেজি ওজনের এই ট্রফির রেপ্লিকা তৈরি করা হবে। গোটা বিশ্বে মোট ১১টি এরকম ট্রফি বিক্রি করা হবে, তাই চাইলেই যে টাকা দিলেই এই ট্রফি পাওয়া যাবে তেমনটা নয়। খুব কম সংখ্যাক মানুষই এই ট্রফি কিনতে পারবে।
এক ভারতীয় সংস্থাই দায়িত্ব নিয়েছে এই ট্রফির প্রোমোশন এবং ডিস্ট্রিবিউটরশিপের। ডন কর্পোরেশন নামক সে✅ই সংস্থার তরফে জানানো হয়েছে, ফুটবল ইতিহাসের সঙ্গে যোগসূত্র থাকা এই ট্রফি এক্সক্লুসিভভাবেই পাওয়া যাচ্ছে, তাই এটা চাইলেই পাওয়া যাবে না। ইতিমধ্যেই গোটা বিশ্বের একাধিক ক্লাব, সেলিব্রেটিরা এই ট্রফি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। স্পেন, সৌরি আরব, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী এবং ক্লাবগুলো 🧜এই ট্রফি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এমন কি মুম্বই, কেরল, দিল্লি এবং বেঙ্গালুরু থেকেও কয়েকটা সংস্থা এই ট্রফি কেনার ইচ্ছপ্রকাশ করেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।