আইপিএলে টিম টিম করে জ্বলছে সানরাইজার্স হায়দরাবাদের সলতেটুকু। প্রায় খাদের কিনারায় তারা দাঁড়িয়ে রয়েছে। আর একটা ম্যাচে পয়েন্ট নষ্ট মানেই একেবারে খাদে তলিয়ে যাবে হায়দরাবাদের প্লে-অফের স্বপ্ন। এ দিকে রাজস্থান রয়্যালসের জন্য এই জয়টা গুরুত্বপূর্ণ। তারা যদি এই ম্যাচে না জেতে প্লে-অফের দৌড় কঠিন হয়ে পড়বে। স্বাভাবিক ভাবেই জিততে মরিয়া দুই দলই।
সুপার সানডের রাতের ম্যাচে জয়পুরে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ। চলতি আইপিএলে এই দুই দলের প্রথম সাক্ষাতে শেষ হাসি হেসেছিল রাজস্থান। হায়দরাবাদের ঘরের মাঠে তাদের ৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছিল সঞ্জু স্যামসনের দল। এ বার বদলার পালা সানরাইজার্সের। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের চার নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। আর সানরাইজার্স হায়দরাবাদ পয়েন্ট টেবলের লাস্টবয়। ৯ ম্যাচে ছয় পয়েন্ট তাদের।
আরও পড়ুন: শামিকে টপকে বেগুনি টুপির মালিক তুষার, ৫০০-র গণ্ডি টপকে কমলা টুপির দখল নিলেন ফ্যাফ
রাজস্থান তাদের আগের ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৯ উইকেটে খারাপ ভাবে হেরেছে। তার আগের ম্যাচেও ছয় উইকেটে হেরেছিল মুম্বইয়ের কাছে। স্বাভাবিক ভাবেই বেশ চাপেই রয়েছে রাজস্থান। তারা ঘরের মাঠে হারের হ্যাটট্রিক রুখতে চাইবে। এ দিকে আগের ম্যাচে চতুর্থ বিদেশি খেলোয়াড় হিসেবে জেসন হোল্ডারের পরিবর্তে খেলানো হয়েছিল অ্যাডাম জাম্পাকে। কিন্তু ৩ ওভারে ৪০ রান খরচ করে উইকেটহীন পাননি। তাঁকে ফের দলে রাখা হবে কিনা, প্রশ্ন রয়েছে। জেসন হোল্ডারকেও ফেরানো হতো পারে।
এ দিকে রয়্যালস নিশ্চিত করেছে যে, ওবেদ ম্যাকয়ে ফিট হয়ে উঠেছে। এবং তিনি খেলার জন্য প্রস্তুত। পাশাপাশি রাজস্থান তারা জো রুটকে তাদের মিডল অর্ডারে আনার কথাও বিবেচনা করতে পারে। কারণ রাজস্থানের মিড অর্ডার কিছুটা নড়বড় করছে।
আরও পড়ুন: কোহলিদের হারিয়ে লাস্টবয়ের তকমা মুছল DC, CSK উঠে এল দুইয়ে, চাপে RCB, MI
এ দিকে হায়দরাবাদের বেহাল দশা। শেষ তিন ম্যাচ তারা হেরেছে। তাদের বোলিং থেকে ব্যাটিং কোনও বিভাগেই কোনও কিছুই কার্যকর হচ্ছে না। দলে ১৩.২ কোটি টাকার বিনিময়ে কেনা ব্যাটার রয়েছেন হ্যারি ব্রুক। তবে ইডেন গার্ডেন্সে একটি শতরান ছাড়া ব্রুকের পারফরম্যান্স তথৈবচ। রাজস্থানের বিরুদ্ধে ম্য়াচে ব্রুকের জায়গায় গ্লেন ফিলিপসকে খেলাতে পারে সানরাইজার্স। জয়পুরের মাঠে একাদশে ফেরানো হতে পারে উমরান মালিককেও।
ইমপ্যাক্ট প্লেয়ার সহ রাজস্থানের সম্ভাব্য দ্বাদশ: জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাডিকল, শিমরন হেতমায়ের, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার/অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।