বাংলা নিউজ > ময়দান > ISL Final: মুম্বইয়ের বিরুদ্ধে লিগের দু’টি ম্যাচে হারই নাকি সাপে বর হতে চলেছে মোহনবাগানের

ISL Final: মুম্বইয়ের বিরুদ্ধে লিগের দু’টি ম্যাচে হারই নাকি সাপে বর হতে চলেছে মোহনবাগানের

এটিকে মোহনবাগান টিম। ছবি: পিটিআই (PTI)

লিগের দু’টি ম্যাচে মুম্বই সিটি এফসি-র কাছে হারের যন্ত্রণাটাই নাকি শনিবার সাপে বর হবে এটিকে মোহনবাগানের। এমনটাই মনে করছেন মোহনবাগানের প্রাক্তন কোচেরা। সুব্রত ভট্টাচার্য থেকে সঞ্জয় সেন, সত্যজিৎ চট্টোপাধ্যায়, শঙ্করলাল চক্রবর্তী প্রত্যেকেরই দাবি, হার থেকেই শিক্ষা নিয়ে আইএসএল ফাইনালে জবাব দেবেন রয় কৃষ্ণরা।

আর কিছুক্ষণের মধ্যেই ২০২০-‘২১ আইএসএল ফাইনাল শুরু হবে। মুখোমুখি হবে এটিকে মোহনবাগান-মুম্বই সিটি। হেভিওয়েট এই দু’টি দলের লড়াই ঘিরে চলছে নানা জল্পনা। কষা হচ্ছে নানা অঙ্ক। এই ম্যাচে কে এগিয়ে, কে পিছিয়ে, তাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে লিগের দু'টি ম্যাচেই মুম্বইয়ের কাছে মোহনবাগানকে হারতে হয়েছে। এমন কী ফিরতি লিগের ম্যাচে মুম্বইয়ের কাছে হারার ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগটাও হাতছাড়া হয়েছে। আর এটাই নাকি আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান ফুটবলারদের কাছে ওযুধের মতে কাজ করবে।

যাঁর হাত ধরে মোহনবাগান প্রথম আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল। আই লিগের পাশাপাশি যিনি মোহনবাগানকে ফেডারেশন কাপও চ্যাম্পিয়ন করেছেন। যিনি এখন এটিকে মোহনবাগানের সঙ্গে ওতোপ্রতো ভাবে জড়িত, আন্তোনিও লোপেজ হাবাসের সহকারী সঞ্জয় সেন বলছিলেন, “মুম্বইয়ের কাছে হার নিঃসন্দেহে বড় ধাক্কা ছিল মোহনবাগানের কাছে। তবে ওটা অতীত। ফাইনালে নতুন লড়াই। আমাদের ছেলেরাও জেতার জন্য মরিয়া। আগের হার থেকে শিক্ষা নিয়েই ফাইনালে মাঠে নামবে দল।" আগের ম্যাচ দু’টিতে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সঞ্জয় বলেন, “একসঙ্গে ছ’-সাত জন ফুটবলার যদি অফ ফর্মে থাকে, তবে বড় সমস্যা তৈরি হয়। তবে মানুষ বারবার এক ভুল করে না। আমাদের ছেলেরাও সে ভাবে নিজেদের মানসিক ভাবে তৈরি করেছে। কোচও নানা ভাবে তাতাচ্ছেন। চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কোনও ভাবনাই নেই আমাদের।"

সঞ্জয় যদি ক্লাবকে আই লিগ এনে দেন, তবে সুব্রত ভট্টাচার্য মোহনবাগানকে জাতীয় লিগে চ্যাম্পিয়ন করেছিলেন। সবুজ-মেরুন কোচ হিসেবে সুব্রতর যেমন বহু সাফল্য রয়েছে, তেমনই এই ক্লাবের ফুটবলার হিসেবেও তাঁর সাফল্যের ঝুলি পরিপূর্ণ। আইএসএল ফাইনালে সুব্রতর বাজি মোহনবাগানই। তিনি বলছিলেন, “মোহনবাগান একটি পরিপূর্ণ টিম। স্বদেশি-বিদেশি মিলিয়ে বেশ শক্তিশালী দল। ডিফেন্সটাও ওদের বেশ ভাল। আগের দু’টো ম্যাচ হেরেছে মানে, এ বারও হারবে, তার কোনও কথা নেই। এক-আধ দিন খারাপ ফল হতেই পারে। ভাগ্যও সব সময় সঙ্গ দেয় না। কিন্তু ফাইনাল একেবারে আলাদা ম্যাচ। আমি তো বলব, লিগের ম্যাচ দু’টো হারা আসলে মোহনবাগানের জন্য সাপে বরই হয়েছে।"

শঙ্করলাল চক্রবর্তীরও একই বক্তব্য। সঞ্জয় সেন পরবর্তী অধ্যায়ে শঙ্করের হাত ধরেই কিন্তু মোহনবাগান নতুন করে সাফল্যের মুখ দেখেছিল। তাঁর মতে, “একটা টিমের কাছে মোহনবাগান কত বার হারবে? ফাইনালেও যদি হারে, তবে সেটা মোহনবাগানের কাছে চূড়ান্ত লজ্জার বিষয় হবে! তাই যে কোনও উপায়ে ফাইনাল জিততে মরিয়া থাকবে কলকাতার দলটি। ঠিক এই কারণেই আমি মোহনবাগানকে এগিয়ে রাখব। এই নিয়ে কোনও সন্দেহ নেই, মোহনবাগান টিমটা বেশ শক্তিশালী। বহুদিন ধরে এই টিমের প্লেয়াররা একসঙ্গে খেলছে। এটিকে-র পুরো টিমটাকেই তো ধরে রাখা হয়েছে। তার মধ্যে এই টিমে স্থানীয় ফুটবলাররা প্রত্যেকেই জাতীয় দলের প্রথম সারির প্লেয়ার। অন্যান্য দলগুলির তুলনায় এটিকে মোহনবাগানের স্থানীয় ফুটবলারদের মান অনেক বেশি ভাল। প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, প্রণয় হালদার, প্রবীর দাস, মনভীর সিং, অরিন্দম ভট্টাচার্য— কাকে ছেড়ে কার কথা বলব। তার মধ্যে ফরোয়ার্ডে রয় কৃষ্ণ, উইলিয়ামসের মতো ফুটবলার রয়েছে। যে কোনও পরিস্থিতিতে রয় কৃষ্ণ গোল করে বেরিয়ে যেতে পারেন। তবে মুম্বইও খুব ভাল টিম। লিগ চ্যাম্পিয়ন হয়েছে ওরা। ফাইনালের লড়াইটা নিঃসন্দেহে জমজমাট হবে। তবে আমি এগিয়ে রাখব মোহনবাগানকেই।"

সত্যজিৎ চট্টোপাধ্যায় মোহনবাগানের প্রাক্তন ফুটবলার, কোচ এবং ফুটবল সচিব। সুব্রতর মতোই বাগানের ঘরের ছেলে বলা হয় তাঁকে। তিনিও বলছিলেন, “মুম্বইয়ের কাছে লিগে হারটা এক দিক থেকে দেখতে গেলে ভাল হয়েছে। মুম্বইয়ের কাছে হেরেই তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হাতছাড়া করেছে মোহনবাগান। নিজেদের সেরা প্রমাণ করতে হলে ফাইনালে মুম্বইকে হারাতেই হবে, তা না হলে, এত দিনের পুরো লড়াইটাই যে ব্যর্থ হয়ে যাবে। নিশ্চয়ই মোহনবাগান ফুটবলাররা সেটা চাইবে না। মুম্বইয়ের থেকে কিন্তু মোহনবাগান টিমটা অনেক ভাল। মুম্বইকে বাড়তি গুরুত্ব দিতে গিয়ে কিছু ভুল যদি মোহনবাগান না করে বসে, তা হলে সাফল্য আসবেই। হাবাস যেমন রক্ষণ সামলে অ্যাটাকে যায়, মুম্বইকে দেখছি ডিফেন্ডাররাও অ্যাটাকে উঠে আসে। ওদের স্টপার মোর্তাদা ফল তো উঠে এসে গোল করতে সিদ্ধহস্ত। তবু আমি ফাইনালে হাবাসের দলকেই এগিয়ে রাখছি।"

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আরজি কর হাসপাতালের ঘটনায় নয়া মোড়, সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট যেকোনও অঙ্গে ক্যানসারের ঝুঁকি অনেকটা কমবে, আজ থেকে করুন ৩ কাজ, ডাক্তারের পরামর্শ সলমনের উপর ঐশ্বর্যকে মারধরের অভিযোগ! পালটা দাবি ভাই সোহেলের, ‘বাড়িতে ঘন ঘন…’ কেন্দ্র ক্ষতিপূরণ ঘোষণা করতেই পোস্ট মমতার, আগুনে মৃতদের ২ লাখ টাকা দেবে রাজ্যও ছবিতে কতজনের মুখ আছে বলুন তো? ৫ সেকেন্ডে সঠিকটা বলতে পারলে এই গুণ রয়েছে আপনার সে তাঁকে বাদ দিতে চাইছিল… পূজারার জীবনের অজানা কাহিনি শোনালেন তাঁর স্ত্রী পূজা DC vs KKR ম্যাচে ৩টি উইকেট নিয়ে ব্রিটিশ তারকার বিশ্বরেকর্ডে ভাগ বসালেন নারিন জগন্নাথদেবের ৫৬ ভোগে কী কী নিবেদন করা হয়? কোচিং সেন্টার লক্ষ্য করে বোমাবাজি চলল সামশেরগঞ্জে, আক্রান্ত দুই কিশোর পড়ুয়া বাংলাদেশ সীমান্তের কাছে স্টেশনে নাশকতার আশঙ্কা, নজরদারি বাড়ানোর নির্দেশ রেলের

Latest sports News in Bangla

Kalinga Super Cup 2025 Semi-Finals: মোহনবাগানের সামনে এবার গোয়ার কঠিন চ্যালেঞ্জ ব্রাজিলের নতুন কোচ হতে চলেছেন রিয়াল মাদ্রিদের হেড স্যার আনসেলোত্তি- রিপোর্ট মোহনবাগানের নির্বাচনী উত্তাপ বাড়িয়ে সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন টুটু বসু ৪ ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন লিভারপুল, পকেটে প্রায় ২০০০ কোটি টাকা যতবার I-League জিতেছি, তত বছর ওরা জন্মায়নি, ইন্টার কাশীকে চরম কটাক্ষ চার্চিলের? ছুটির দিনে অফিস বন্ধ…CAS-র আদেশের বিপরীতে গিয়ে চার্চিলকে I-League ট্রফি দিল AIFF I-League নাটকে নতুন মোড়, চার্চিলকে চ্যাম্পিয়ন ঘোষণায় ক্রীড়া আদালতের স্থগিতাদেশ পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিবাদ! ইসলামাবাদে খেলতে যাবে না ভারতীয় ভলিবল দল ৩ লাল কার্ড! উত্তপ্ত কোপা ডেল রের ফাইনালে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা মোহনবাগান কখনও হারে না! KBFCকে হারিয়ে সুপার কাপ সেমিতে উঠে হুঙ্কার দীপক টাংরির

IPL 2025 News in Bangla

ধনশ্রীকে ডিভোর্স দেওয়ার পরে মুম্বইয়ে ভাড়ার ফ্ল্যাটে উঠলেন যুজবেন্দ্র চাহাল রাহানের হাতের স্ক্যান করা হবে! তাহলে কি নাইট ক্যাপ্টেনের চোট গুরুতর? আচমকাই রিঙ্কুর গালে থাপ্পড় কুলদীপের, রেগে লাল KKR তারকা, উঠছে নির্বাসনের দাবি জন্মদিনে জয়! DC-র বিরুদ্ধে মাঠে নামার আগে KKR-এর টিম মিটিংয়ে কী বলেছিলেন রাসেল? ও সবসময় আগে প্র্যাকটিসে চলে আসে, কঠোর পরিশ্রম করে… রাহানের গলায় নারিনের প্রশংসা ব্যাট হাতে ২৭ রান, বল নিয়ে ৩ উইকেট! ম্যাচের সেরা হয়েও কাদের কৃতিত্ব দিলেন নারিন কেমন আছেন অক্ষর প্যাটেল? KKR-এর কাছে হেরে নিজের চোট নিয়ে কথা বললেন DC ক্যাপ্টেন নারিনের স্পিন জালে জড়ালেন অক্ষররা, উত্তেজক জয়ে প্লে-অফের দৌড়ে অক্সিজেন পেল KKR ১০৬ মিটারের ছয়, ৪টি DRS, দুরন্ত ক্যাচ, ৩ বলে ৩ উইকেট, যত কাণ্ড স্টার্কের ১ ওভারে তোমাদের বেবিটা এমন শট খেলছে যেন অনেক অভিজ্ঞ… বৈভবকে নিয়ে কী বললেন ধোনি-কোহলি?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.
caco88