বাংলার বিনোদনকে নতুন মাত্রা দিতে এফভিএফ এবং হইচই নিয়ে এল 'গল্পের পার্বণ ১৪৩২'। শুক্রবার অনুষ্ঠিত হল এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পোশাকের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছিল লাল, কালো ও সাদা রঙ। অনুষ্ঠানের রেড কার্পেটে এই সাদা, কালো, লালেই ধরা দিয়েছিলেন তারকারা।