জ্য়োতিষশাস্ত্র অনুসারে দেবতাদের গুরু হলেন বৃহস্পতি। গ্রহদের মধ্যে সবচেয়ে শক্তিশালী গ্রহ হিসাবে মনে করা হয় এই বৃহস্পতি। বর্তমানে গুরু বৃহস্পতি বিরাজ করছেন বৃষ রাশিতে। অন্যদিকে, গ্রহদের যুবরাজ বুধ বিরাজ করছেন মীন রাশিতে। আর ৩ দিন পরই তাঁরা তৈরি করবেন ত্রিএকাদশ যোগ। যা খুবই ফলদায়ী হবে। কবে, কীভাবে এই যোগ তৈরি হবে, তা দেখে নিন। গুরু আর বুধ তৈরি করতে চলেছেন লাভদৃষ্টি। তাতে কোন কোন রাশির লাভ রয়েছে, তা দেখে নিন।
মেষ
সব ক্ষেত্র থেকে আপনি অপার সাফল্য পাবেন। ধনলাভের যোগ তৈরি হবে। মান সম্মানের দ্রুত বৃদ্ধি হতে পারে। আপনি কোনও কাজে ভালো পরিশ্রম করলে, পাবেন প্রবল লাভ। তাতে আসবে সাফল্য। আর্থিক সমস্যা থেকে ছুটি পেতে পারেন। প্রেম জীবন ভালোর দিকে যেতে পারে। জীবনে খুশি আনন্দ আসতে পারে। পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যেতে পারে।
( পড়াশোনায় সাফল্য এসে যায় এই ৭ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে? কী বলছে জ্যোতিষমত!)
( ভিজিনজাম সমুদ্র বন্দরের উদ্বোধন আজই! কী কী সুবিধা পাবে ভারত? এই ‘ল্যান্ডমার্ক’ প্রজেক্টে খরচ কত?)
( গঙ্গাসপ্তমী ২০২৫র তিথি ৩ মে কখন থেকে শুরু? রয়েছে বহু দুর্লভ যোগ, স্নান, দানের শুভক্ষণ একনজরে)
মিথুন
পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। পরিবারের সদস্যদের মধ্যে চলা সমস্যা, বিবাদ মিটে যাবে। আপনার অন্দরে নেতৃত্বের ক্ষমতা থাকবে। আপনার কাছে কার্যক্ষেত্রে বড় দায়িত্ব আসতে পারে। অফিসের সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। ব্যবসায় বাড়বে মুনাফা। আপনার বানানো রণনীতি এবার কার্যকরী ফল দেবে।
মকর
বুধ, গুরুর ত্রিএকাদশ যোগ আপনার রাশিতে লাভ দেবে। আপনার রাশির জাতক জাতিকারা নিজের কাজের প্রশংসা পাবেন। এই সময় কোনও গুরুত্বপূর্ণ ডিল স্বাক্ষর করতে পারেন। বৈবাহিক জীবনে খুশি আনন্দ থাকবে। অববিবাহিতদের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেতে পারেন। আপনি নানান দিক থেকে খুশি আনন্দই পেতে পারেন। দীর্ঘ সময় থেকে আটকে থাকা কাজ এবার শুরু হবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।
কবে রয়েছে শুভ যোগ?
৫ মে, ২০২৫ রাত ১০ টা ৪৯ মিনিটে বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে ত্রিএকাদশ যোগ তৈরি হবে। তারফলে বহু রাশি পাবে লাভের ফল। এই যোগের ফলে কোন কোন রাশি লাভ পাবে, দেখে নিন।