বাংলা নিউজ > ভাগ্যলিপি > Laxmi Puja Mantra: পুরোহিত ছাড়াই সম্ভব মা লক্ষ্মীর আরাধনা, কোন কোন মন্ত্রপাঠ করবেন? জানুন বিধি
পরবর্তী খবর
Kojagori Laxmi Puja Mantra And Rituals: বাড়িতে পুজোর আয়োজন শেষ। এদিকে এখনও পুরোহিতের সন্ধান মেলেনি। গৃহস্থ বাড়ির পুজোতে মাঝে মাঝেই এই সমস্যা দেখা যায়। তা হলে কি পুজো বন্ধ করে দেবেন? নাহ, কখনই তেমনটা হয় না। পুরোহিত ছাড়াও বাড়িতে নিজে নিজে পুজো করে ফেলা সম্ভব। অন্যান্য দেবদেবীর মতোই মা লক্ষ্মীও সেই পুজো গ্রহণ করেন। সন্তানের পুজো কোনও মা-ই প্রত্যাখ্য়ান করতে পারেন না। কিন্তু নিজে নিজে পুজো করার ক্ষেত্রে কিছু আচার জেনে রাখা ভালো। এতে পুজো আরো সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়। যেমন লক্ষ্মীপুজো নিম্নলিখিত আচার মেনে করতে পারলে পুজো নির্বিঘ্নে ও সুন্দরভাবে সম্পন্ন হয়।
আরও পড়ুন - লক্ষ্মীপুজোয় ভোগ হোক একেবারে নতুন, নিবেদন করুন এই বিশেষ রাবড়ি
কোজাগরী লক্ষ্মীপুজোর রীতি
- পুজোর বেদীর চারপাশে ও আপনার আসনের চতুর্দিকে তিনবার ‘গঙ্গা’নাম উচ্চারণ করে গঙ্গাজল ছিটিয়ে নিন।
- এবারে হাতে গঙ্গা জল নিয়ে এই মন্ত্র উচ্চারণ করুন — ‘অপবিত্রঃ পবিত্রোবা সর্ব্বাবস্থাং গতোহপি বা। যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষ স বাহ্যভ্যন্তর শুচিঃ।।’ এর পর গঙ্গাজল নিয়ে তিনবার ‘নমঃ বিষ্ণু’ বলে নারায়ণকে স্মরণ করে নিন। ফের পুজো শুরু করুন।
- এবার পুজোর স্থানে কোষাকুষিতে জল রাখুন। এর পাশেই রাখুন একটি তামার পাত্র। এবার জল, জবা ফুল, দূর্বা ও আতপ চাল নিয়ে ওই তামার পাত্রে ঢালতে ঢালতে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে।
- এবার মাটির একটি গোল মণ্ড বানিয়ে তার উপর ঘট স্থাপন করতে হবে। ঘটের সামনে কিছু ধান ছড়িয়ে রাখতে হবে। উপরে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে।এবারে জল ভরে উপর দিয়ে একটি আম্রপল্লব রাখুন। পাতার উপর হরতকী, ফুল ও দুর্বা রাখতে হবে। আম পাতায় তেল ও সিঁদুরের ফোঁটা দিয়ে একটি শীষ সমেত ডাব স্থাপন করতে হবে।
- এবার মা লক্ষ্মীকে আহ্বানের পালা। হাতজোড় করে তাঁর উদ্দেশ্যে বলুন, ‘মা আমার গৃহে তোমার আগমন হোক, আমার গৃহে অধিষ্ঠান করো তুমি, নৈবেদ্যস্বরূপ আমার এই সামান্য আয়োজন গ্রহণ করো।’