হাসিন꧃া সরকারের পতনের পর প্রাণ বাঁচাতে ছেড়েছিলেন বাংলাদেশ। তেমনই ২ বাংলাদেশিকে শুক্রবার গ্রেফতার করল হাবরা থানার পুলিশ। ধৃতরা নকল নথি দিয়ে আসল ভা♔রতীয় নথি তৈরির চেষ্টা করছিল বলে অভিযোগ। ধৃতদের শনিবার বারাসত আদালতে পেশ করেছে পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার হাবরা থানার পুলিশের কাছে খবর আসে স্টাফ কোয়ার্টার মোড়ে ২ ব্যক্তি জাল নথি দিয়ে আসল ভღারতীয় নথি তৈরির চেষ্টা করছে। খবর পেয়ে অভিযান চালিয়ে বিন্ত কুমার সাহা ও মধু কুমার দাস নামে ২ যুবককে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা। ধৃত বিন্ত কুমার সাহা বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালির বাসিন্দা। ধৃত মধু কুমার দাস চাঁদপুর জেলার বাগেরি এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে গত বছর বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সেদেশে হিন্দুদের ওপর অত্যাচার শুরু হলে প্রাণ বাঁচাতে ২ বাংলাদেশি যুবক ভারতে আশ্রয় নেন। অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশ করেন তাঁরা। এর পর দালালের মাধ্যমে ভারতীয় নথি তৈরির করার চেষ্টা চালাচ্ছিল ২ যুবক। ধৃতদের শনিবার বারা𓄧সত আদালদতে পেশ করে ৭ দিনের জন্য হেফাজতে চেয়েছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার নথিগুলি আসল না নকল তা খতিয়ে দেখা হচ্ছে। কাদের মাধ্যমে ১ বছর তারা ভারতে লুকিয়ে☂ ছিল তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
ওদিকে এদিন ডানকুনির মোনহরপুকুর থেকে ১ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। সাহাদত হোসেন নামে ওই 𓄧ব্যক্তি পর্যটন ভিসায় ৩ বছর আগে ভারতে এসেছিল। ৩ মাস পরে তার ভিসার মেয়াদ ফুরাল🌳েও বাংলাদেশে ফেরত যায়নি সে। ডানকুনিতে বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করে সে।