সম্ভাবনা শেষ, বুঝে গিয়েছেন সকলে। তাই মিরাকলের আশাও করছে না কেকেআর শিবির। তবে লিগের শেষ ২টি ম্যাচ জিতে খুশি খুশি টুর্নামেন্ট শেষ করতে চায় গতবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি বনাম কেকেআর ম্যাচ দিয়ে পুনর🐼ায় শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২৫। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে মণীশ পান্ডে জানালেন, মাঝের এই বিরতি শাপে বর হয়ে দেখা দিতে ༒পারে কেকেআরের কাছে।
যদিও মণীশ এখনও নিশ্🌠চিত নন যে, কার্যত নিয়মরক্ষার ম্যাচেও কেকেআরের প্রথম একাদশে তাঁর জায়গা হবে কিনা। চিন্নাস্বামী তাঁর ঘরের মাঠ। একজন যথার্থ টিমম্যানের মতো মণীশ জানান যে, যদি শনিবার কেকেআরের হয়ে তাঁর মাঠে নামার সুযোগ নাও হয়, তাহলে তিনি রিজার্ভ বেঞ্চ থেকেই দলের হয়ে গলা ফাটাবেন।
মণীশ বলেন, ‘যে কোনও দলের হয়েই খেলি না কেন, চিন্নাস্বামী স্টেডিয়ামে ফিরে আসা সর্বদা স্পেশাল। আমি দারুণ খুশি। কালকের ম্যাচের জন্য দু’দলই তৈরি। ছোট একটা বিরতির পরে খেলা পুনরায় শুরু হচ্ছে। আমরা 💛প্রস্তুত। পেশাদার খেলোয়াড় হিসেবে আমরা যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকি। এটা ভালো বিষয় যে, আমাদের সামনে বড়সড় বিরতি ছিল না। আমরা কসরৎ জারি রেখেছিলাম।'
পরক্ষণেই মণীশ বলেন, ‘এখান থেকে আমাদের কিছু হারানোর নেই। দল হিসেবে আমাদের টুর্নামেন্ট আরও ভালো হওয়া উচিত ছিল। সেই বিষয়ে আমাদের কথাবার্তা হয়। আমরা মাঝে কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে বসি। আমাদের ২টি ম্যাচ বাকি রয়েছে। প্রথম একাদশ তথা প্রথম বারোয় যারাই সুযোগ পাক, নিশ্চিতভাবেই ভালো কিছু করে দেখানোর চেষ্টা করবে। বিশেষ করে চিন্নাস্বামীর মতো স্টেডিয়ামে আরসিবির মতো দলকে হ🍌ারাতে পারলে আমাদের আরও একটা ম্যাচ বাকি থাকবে তার পরে। শেষে দেখা যাবে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে।’
এবছরের ব্যর্থতার কারণ নিয়ে মণীশ বলেন, 'গতবার আমরা একটানা অনেক ম্যাচ জিতেছি, যেটা আইপিএলের মতো টুর্নামেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবছর একটা ম্যাচ জিতি তো পরের ম্যাচেই হেরে বসি। গতবারের থেকে এবার এই একটা বড় তফাৎ চোখে পড়ে। নাহলে আমাদের ব্যাটিং ঠিকঠাক, বোলিংও ভালো। তবে ব্যাটিং-বোলিংয়ের পারফর্ম্যান্সে ধারাবাহিকতার ꧂একটু অভাব দেখা যায়। কোচেরা🍨 এবং প্লেয়িং ইলেভেনের সদস্যতা অবশ্যই এই নিয়ে ভাবনা চিন্তা করছে।