ভারত পাকিস্তান সংঘাতের আবহে সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি চা💞লাচ্ছে কেন্দ্র সরকার। সামাজিক মাধ্যমে কোনওরকমভাবে উস্কানিমূলক বা বিভ্রান্তিকর পোস্ট না করার অনুরোধ জানাচ্ছে কেন্দ্র। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর অথবা উস্কানিমূলক পোস্ট করছেন অনেকেই। এবার সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট করার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের দাঁইহাটের এক যুবকের বিরুদ্ধে। ওই যুবক কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন। দেশ-বিরোধী পোস্ট করার অভিযোগে তাঁকে গ্রেফতার করল মুম্বই পুলিশ।
আরও পড়ুন: ‘পাক🌸িস্তান জিনജ্দাবাদ’ পোস্ট, নদিয়ার যুবককে গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ
জান🍰া যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা রিলস তৈরি করেছিলেন ওই যুবক। সেই রিলস নজরে আসার পরেই দাঁইহাটের স্থানীয় বাসিন্দাদের একাংশ তুমুল আপত্তি করেন। এরপরে বৃহস্পতিবার রাতে দাঁইহাট পুলিশ ফাঁড়ি ঘেরাও করে যুবকের গ্রেফতারের দাবি জানান স্থানীয়রা। পরে কাটোয়া থানার পুলিশ মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করে। অবশেষে মুম্বই পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। তাঁকে ট্রানজিট রিমান্ডে বাংলায় আনতে রওনা দিয়েছে কাটোয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকไ দাঁইহাটের বাসিন্দা হলেও বর্তমানে মুম্বইয়ে কর্মসূত্রে থাকেন। সেখানে জামা-কাপড়ের ব্যবসা করেন। ১৫ বছর বয়স থেকেই যুবক বাবার সঙ্গে কাজের সন্ধানে ভিন রাজ্যে পারে দিয়েছিলেন। প্রথমে কেরলে রাজমিস্ত্রির কাজ করতেন। পাঁচ বছর আগে মুম্বই চলে যান। সেখানে জামা কাপড়ের ব্যবসা করে বেশ ভালো উপার্জন করছেন এই যুবক।
জানা গিয়েছে, ওই যুবক শুধুমাত্র পাকিস্তান জিন্দাবাদ লেখা রিলস তৈরি করেননি। তার সোশ্যাল মাধ্যম অ্যাকাউন্টে একাধিক দেশবিরোধী পোস্ট রয়েছে। বৃহস্পতিবার রাতে যখন পাকিস্তান যখন একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের ওপর হামলা চালায়, তখন ভারতীয় সেনা প্রত্যেকটি হানা ব্যর্থ করে। দেশজুড়ে এখন ভারতীয় সেনার জয়গান গাইছেন দেশবাসী। সেই আবহে ওই যুবক ফেসবুকে পাকিস্তান জিন্দাবাদ লিখে রিলস বানান। পাকিস্তানি সেনার গাড়ির ভিডিয়ো ফেসবুকে পোস্ট করেন। কাটোয়া থানার পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার পরেই এবিষয়ে তদন্ত শুরু করে। যুবকের বিরুদ্ধে দেশদ্রোহিতা, রাষ্ট্রের🌳 বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।