মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওতে ২৬জন নিহত হন জঙ্গি হামলায়। এরপরই বিসিসিআইয়ের তরফে ঘটনার নিন্দা করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় আইসিসির কোনও প্রতিযোগিতায় আর পাকিস্তানের সঙ্গে গ্রুপ স্টেজে ম্য়াচ না খেলার। জানা যায় , বিসিসিআইয়ের তরফ থেকে আইসিসির কাছে জানানো হবে যাতে আইসিসি প্রতিযোগিতাতেও আর পাকিস্তানের সঙ্গে এক গ্রুপে ভারতকে রাখা না হয়।
দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তান উত্তপ্ত সম্পর্কের জেরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ রয়েছে। তাই আইসিসির প্রতিযোগিতায় গ্রুপ স্টেজেই দুই দলকে রাখা হয়, যাতে সম্প্রচারকারী সংস্থার ব্যবসায়ে কিছুটা উন্নতি হয়। কিন্তু কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গিদের নৃশংস হত্যালিলা চালানোর পর আর আইসিসি বা এসিসির প্রতিযোগিতাতেও পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ স্টেজে খেলতে চাইছে না ভারত।
ICCর প্রতিযোগিতায় পাকিস্তান ম্যাচে ‘না’ ভারতের
ক্রিকবাজের এক রিপোর্টে দাবি করা হয়েছে সেপ্টেম্বরে ভারতে মহিলা একদিনের বিশ্বকাপের আসর বসার কথা রয়েছে। পাকিস্তানও আটটি দলের মধ্যে কোয়ালিফাই করেছে। ভারত-পাক ম্যাচ নিউট্রাল ভেনুতে হওয়ার কথা থাকলেও বিসিসিআইয়ের তরফ থেকে আইসিসির কাছে অনুরোধ করা হবে যাবে দুই দেশকে একই গ্রুপে না রাখা হয়। ভারত-পাকিস্তান ছাড়াও আরও ৬ দল একে অপরের বিরুদ্ধে রাউন্ড রবিন ফরম্যাটে মহিলা বিশ্বকাপের ম্যাচ খেলবে।
কিন্তু এ তো গেল আইসিসির প্রতিযোগিতার কথা, যেখানে বেশ কয়েকটি দল খেলে। তুলনায় এশিয়া কাপে তো অনেক কম দল খেলে। সেখানেও তো গ্রুপ স্টেজে ভারত এবং পাকিস্তানকে একসঙ্গে রাখা হয়, যাতে একাধিকবার দুই দেশ মুখোমুখি হতে পারে। এবার কি তাহলে এশিয়া কাপ নিয়েও বিসিসিআই চিঠি দেবে এসিসিকে?
চলতি বছরের এশিয়া কাপ সরতে পারে
২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় টি২০ বিশ্বকাপের আসর বসার কথা থাকলেও চলতি বছরেই রয়েছে এশিয়া কাপ, আর সেটাই আপাতত মাথা ব্যথার কারণ বিসিসিআইয়ের। চলতি বছরের সেপ্টেম্বরেই এশিয়া কাপ আয়োজন হওয়ার কথা ভারতের তরফে, যদিও শ্রীলঙ্কা বা দুবাইতে প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যেতে পারে ভারত। কিন্তু সেখানে কি পাকিস্তানের সঙ্গে গ্রুপ স্টেজে ফের ক্রিকেট খেলবে ভারত? এর উত্তর সময়ই দেবে।
১৭০ কোটিতে মিডিয়া রাইটস বিক্রি
কারণ সেই ওয়েবসাইটে দাবি করা হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপের মিডিয়া রাইটস অর্থাৎ সম্প্রচার সত্ত্ব ১৭০ মিলিয়ন ডলারের বিনিময় চারটি সংস্করণের জন্য বিক্রি করেছে। সেখানে বেসরকারিভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রতি এশিয়া কাপেই কমপক্ষে দুটি করে ভারত-পাকিস্তান ম্যাচ হবে। আর যদি ফাইনালে দুই দল ওঠে, তাহলে তৃতীয়বার এই প্রতিযোগিতায় ভারত-পাক মুখোমুখি হবে। ২০২৫ সালের এশিয়া কাপের মিডিয়া রাইটসের দাম প্রায় ৩৮ মিলিয়ন ডলার।
এশিয়া কাপে গতবার চ্যাম্পিয়ন ভারত
গতবারের ২০২৩ সালের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের দুই ম্যাচে সাক্ষাৎের কথা থাকলেও দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে যায়। এরপর শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়। জানা যাচ্ছে এবছরের এশিয়া কাপের সূচি মে মাসের মধ্যেই প্রকাশিত হওয়ার কথা থাকলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল আরেকটু হাতে সময় নিতে পারে। দুই দেশের মধ্যে সম্পর্ক এবং উত্তপ্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় দেখার পরই এসিসি এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।