ভারতীয় ‘এ’ এবং সিনিয়র দলের টিম আনুষ্ঠানিক ভাবে এখনও ঘোষণা না করা হলেও, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ইতিমধ্যেই ইংল্যান্ডে ভারতের টেস্ট সফরের জন্য ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে। শোনা যাচ্ছে যে, ভারতের প্রথম গ্রুপটি ৬ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ৬ জুন আইপিএল ২০২৫ প্লে-অফের অংশ না নেওয়া খেলোয়াড়দের প্রথম গ্রুপকে নিয়ে ইংল্যান্ড উড়ে যাবেন। সাপোর্ট স্টাফের বেশির ভাগ সদস্য বর্তমানে ভারতের বাইরে আছেন এবং সরাসরি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে পারেন।
৬ জুন প্রথম ভাগের টেস্ট টিমের সঙ্গে উড়ে যাবেন গৌতম গম্ভীরও
৬ জুন প্রথম গ্রুপ কোচ গম্ভীরের সঙ্গে উড়ে যাওয়ার পর, ২০২৫ সালের আইপিএল শেষ হওয়ার পর, পরবর্তী পর্যায়ের খেলোয়াড়রা সংক্ষিপ্ত বিরতি নিয়ে ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। ২০ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে চলা আসন্ন বহু প্রতীক্ষিত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রাথমিক প্রস্তুতির নেতৃত্ব দেবেন গম্ভীর।
টেস্ট দল ঘোষণার পর বিসিসিআই শীঘ্রই সমস্ত খেলোয়াড় এবং কর্মীদের ভ্রমণ এবং প্রস্তুতি পরিকল্পনা সম্পর্কে অবহিত করবে। বিসিসিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ‘লিগ পর্বে আইপিএল থেকে যে সব খেলোয়াড়রা ছুটি পেয়ে যাবেন, তাঁরা সম্ভবত ৬ জুন কোচ গম্ভীরের সঙ্গে চলে যাবেন। বাকিরা আইপিএল ২০২৫-এর প্রতিশ্রুতি পালন করার পর একটি ছোট বিরতি নেবেন, তার পর উড়ে যাবেন ইংল্যান্ডে।’
এর আগে জানা গিয়েছিল যে, ভারতীয় ‘এ’ দল ২৫ মে ইংল্যান্ড সফর করবে, এবং দলগত ভাবে এই গ্রুপ ভ্রমণ করবে। ২০২৫ সালের আইপিএলে অংশগ্রহণ না করা বা প্লে-অফে না ওঠা খেলোয়াড়রা প্রথমে বিমানে উঠবেন, অন্যরা পরে ইংল্যান্ডে দলে যোগ দেবেন।
ভারতীয় ‘এ’ দলের ঘোষণা বিলম্বিত
ভারত-পাকিস্তান সংঘর্ষের কারণে এক সপ্তাহ স্থগিত করতে হয়েছিল আইপিএল ২০২৫। ফের ১৭ মে থেকে শুরু হচ্ছে আইপিএল। কিন্তু এই টুর্নামেন্টের ক্রীড়া সূচিতে পরিবর্তনের কারণে ভারতীয় ‘এ’ দলের ঘোষণা বিলম্বিত হয়েছে, যার ফলে জাতীয় নির্বাচক কমিটি তাদের পরিকল্পনা অনুযায়ী সামঞ্জস্য করতে বাধ্য হয়েছে।
ইতিমধ্যে, ভারতীয় ক্রিকেট সম্পূর্ণ নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি দু'জনেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, গৌতম গম্ভীর দলের পুরো দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে। দৃঢ় মতামত এবং স্পষ্ট নেতৃত্বের ধরণে পরিচিত গম্ভীর টেস্ট দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী হতে চলেছেন বলে জানা গেছে।