রোহিত শর্মা যেভাবে বর্ডার গাভাসকর ট্রফির মাঝেই অবসর নিয়েছেন, তা মেনে নিতে পারছেন না ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। ভারতীয় দলের প্রাক্তন কোচ বলছেন, তিনি থাকলে বিষয়টা নিজের মতো করেই সামাল দিতেন। কোনওভাবেই রোহিতকে সিডনি টেস্ট থেকে সরিয়ে নিতে দিতেন না খারাপ সময়। তাহলে কি বর্তমান কোচ গৌতম গম্ভীররে দিকেই আঙুল তুললেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের সদস্য? শাস্ত্রীকে নিয়ে কিন্তু গৌতম গম্ভীর অতীতে তীর্যক 𓆉মন্তব্য করেছিলেন,🦹 যা বেশ ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। কিন্তু রবি কখনই গৌতমকে একহাত নেননি।
সিডনিতে রোহিতকে খেলাতেন শাস্ত্রী
সম্প্রতি রবি শাস্ত্রী নাকি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ধারাভাষ্যকরের কাজ করার সময় র🐷োহিত শর্মাকে বলেওছিলেন, যে তিনি থাকলে বছরের শুরুতেই সিডনি টেস্টে রোহিতকে খেলাতেন। অর্থাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টে নিজেকে সরিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত রোহিত নিয়েছিলেন, তাতে সায় নেই শাস্ত্রীর।
৩৮ বছর বয়সী রোহিত শর্মা কিছুদিন আগেই ভারতীয় টেস্ট ক্রিকেট দলের জার্সিতে অবসর ঘোষণা করেন। এরপরই সেই পথে হেঁটে বিরাট কোহলিও টেস্ট থেকে অবসর নেন। এই আবহেই এবার আইসি🐈সিকে দেওয়া এক সাক্ষাৎকারেই রবি শাস্ত্রী জানাচ্ছিলেন, রোহিতকে তিনি আইপিএলের টসের সময় কিছুদিন আগে ঠিক কি বলেছিলেন।
গম্ভীরকে খোঁচা শাস্ত্রীর?
শাস্ত্রী বলছেন, ‘আমি কয়েকদিন আগে রোহিতকে টসের সম দেখেছ💫ি, ওই সময় তো বেশি কথা বলা যায় না। তবে আমি ওর সঙ্গে একটা ম্যাচে কথা বলেছিলা🐼ম। যতদূর মনে পড়ছে, বোধ হয় মুম্বইতে আমি ওকে বলেছিলাম। যদি আমি তোমার কোচ হতাম তাহলে তোমায় আমি সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিতে দিতাম না, ওই ম্যাচটা তোমার খেলা উচিত ছিল, কারণ তখনও সিরিজের মিমাংশা হয়নি ’।
ওর ৩৫-৪০ রান পার্থক্য গড়ে দিতে পারত
শাস্ত্রী এরপর আরও বলছেন, ‘আমি এমন ব্যক্তি নই, যে ২-১ স্কোরালাইন প্রতিপক্ষ দলের হলেই হাল ছেড়ে দেব। তাই তোমারও একই মানসিকতা থাকা উচিত। ওই ম্যাচটা ৩০-৪০ রানের ম্যাচ ছিল। এটাই আমি রোহিতকে বলছিলাম, যে সিডনির পিচ এতটাই বৈচিত্রপূর্ণ ছিল, যে ওইদিন যদি থারাপ ফর্ম নিয়েও নামত, তাহলেও অসুবিধা ছিল না। ও একজন ম্যাচ উইনার। তাই শুরুর দিকে যদি পরিবেশ বুঝে ওপরের দিকে ৩৫-৪০ রানও করে দিতে পারত, তাহলে সিরিজে সমতা ফেরানোর সুযোগ থাকতဣ ভারতের কাছে। অন্যদের হয়ত নিজস্ব স্টাইল আছে কোচিংয়ের, তবে আমি আমার স্টাইলে খেলাতাম, সেটা আমি ওকে বলেওছিলাম। এই কথাটা আমার মনের মধ্যে অনেকদিন জমা ছিল, তাই ওকে বলেই দিয়েছি ’।
শেষ কয়েকটা ম্যাচে চূড়ান্ত ব্যর্থ রোহিত
শেষ ৮ টেস্ট ম্যাচে রোহিত শর্মা মাত্র একবার ৫০ রানের গণ্ডি টপকান। ব্যাটিং গড় ছিল ১০.৯৩। এর মধ্যে বাংলা𝔉দেশ আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজও ছিল। এরপর অস্ট্রেꦿলিয়ায় গিয়ে তিন টেস্টে খেলে রোহিত মাত্র ৩১ রান করেন। তাই ইংল্যান্ড সিরিজের আগেই একপ্রকার বাধ্য হয়ে হিটম্যান এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন।