পাকিস্তানের মাটিতে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের ম্যাচ শুরুর আগে হঠাৎ করে বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত। এরপরেই তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এইরকম পরিস্থিতিতে পিসিবি সব দোষ দিয়েছে আইসিসিকে। তাদের তরফে এই বিষয়ে কোনও ভুল নেই বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবে এই ঘটনার কারণে ক্ষুব্ধ হন পাকিস্তানের জনগণ থেকে শুরু করে সাংবাদিকরা। এরকম পরিস্থিতিতে নিজের মুখ রক্ষা করতে দায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের উপর চাপিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড।
ঘটনাটি যা ঘটেছিল:
লাহোরে শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেখানে খেলার শুরুতে ভারতীয় জাতীয় সংগীত বেজে ওঠে। কয়েক সেকেন্ডের জন্য লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ‘জনগণমন’ বাজানো হয়। ভুল বুঝতে পেরে তড়িঘড়ি তা বন্ধ করে দেওয়া হয়। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ঘটনার জেরে মুখ পুড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। দীর্ঘদিন পরে পাকিস্তান নিজেদের দেশের মাটিতে কোনও আইসিসি টুর্নামেন্টের আয়োজন করছে, সেখানে এরকম একটা ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন তোলেন সে দেশের নাগরিকরা।
পাকিস্তান যা সাফাই দিচ্ছে:
এই বিষয়ে জয় শাহের আইসিসিকে নিশানা করা হয়েছে পিসিবির তরফে। বলা হয়েছে, ‘জাতীয় সংগীতের প্লে লিস্ট পাঠানো হয়েছে আইসিসির তরফে। তাদের লোকরা এর জন্য দায়ী। পিসিবি স্পষ্ট ভাবে এই বিষয়ে তাদের বক্তব্য জানতে চায়। ভারতের পাকিস্তানের মাটিতে খেলার কথা নয়। তাহলে বুঝতে পারছি না কীভাবে এখানে তাদের জাতীয় সংগীত বাজল।’
পাকিস্তান সফরে যায়নি ভারত:
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত সে দেশে সফরে যেতে রাজি হয়নি। মূলত নিরাপত্তা সংক্রান্ত ইস্যুর কারণে এই সিদ্ধান্ত। সেই কারণে ভারতের ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। এমনকী ভারত-পাক ম্যাচটিও সেখানেই খেলা হবে। আয়োজক দেশ হওয়া সত্ত্বেও নিজেদের ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে পারছে না বাবররা। ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে এই দুই দেশ। আজকের ম্যাচ জিতলে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলবে টিম ইন্ডিয়া। অন্যদিকে পরাজিত হলে টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বেজে যাবে পাকিস্তানের। কারণ প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছিল তারা। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নেমেছে পাকিস্তান।