তেজস্বী যাদব সেই ক্রিকেটারদের মধ্যে একজন যিনি খেলা ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছেন। বর্তমানে ভারতীয় রাজনীতির মুখ তিনি। একদা বিহারের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। তেজস্বী দিল্লি ক্রিকেট টিমের হয়ে জুনিয়র লেভেলে প্রতিনিধিত্ব করেছেন। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান ছিলেন। একদা দিল্লিতে থেকে প্রচুর ক্রিকেট খেলেছেন তেজস্বী।
বেশ কিছুদিন আগে এক্স হ্যান্ডেলে ভাইরাল হয় একটি ভিডিয়ো। যেখানে লালু-পুত্র তেজস্বী যাদবকে দাবি করতে দেখা যায় তিনি বিরাট কোহলির সঙ্গে দিল্লির হয়ে ক্রিকেট খেলেছেন। এমনকি তিনি দলের অধিনায়ক ছিলেন বলেও দাবি করেন। এরপর নেট দুনিয়ায় আলোচনা-সমালোচনা শুরু হয় বিষয়টি নিয়ে। কিন্তু প্রশ্ন একটাই সত্যিই কী তিনি বিরাটের সঙ্গে একই দলে ক্রিকেট খেলেছেন?
হ্যাঁ, বিরাট কোহলির সঙ্গে দিল্লি জুনিয়র ক্রিকেট টিমের হয়ে প্রচুর ম্যাচ খেলেছেন তেজস্বী যাদব। বিরাট কোহলির অধিনায়কত্বে ২০০৩ সালে দিল্লি অনূর্ধ্ব ১৫ ক্রিকেট দলের হয়ে তাঁর অভিষেক হয়। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচটি ছিল। সেই ম্যাচে ইনিংস এবং ৫৫ রানে জয়লাভ করে দিল্লি। পরবর্তীতে দিল্লি দলের অধিনায়ক হন তেজস্বী। ২০০৮ সালের অক্টোবর মাসে তিনি দিল্লির হয়ে শেষ ম্যাচটি খেলেছেন। অন্যদিকে ২০০৭ সালে দিল্লির হয়ে শেষ জুনিয়র ক্রিকেট খেলে বিরাট কোহলি।