বাংলাদেশ প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস গড়েই অবাক করা কাণ্ড করলেন তাসকিন আহমেদ। ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। এদিনের ম্যাচে ৩ স্পেলে ৪ ওভার হাত ঘুরিয়ে জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ ১৯ রান দিয়ে শিকার করেছেন ৭ উইকেট। উইকেট শিকার করার আনন্দে আগেও ভেসেছেন তাসকিন আহমেদ।
তবে এদিনের আনন্দটা একেবারেই আলাদ। সব কিছুকে ছাপিয়ে গিয়েছে এই আনন্দ। এটি যেন তাঁর কেরিয়ারের বিশেষ একটা দিন। নিজের কেরিয়ার সেরা তো অবশ্যই দেশের হয়ে রেকর্ড গড়েছেন বাংলাদেশি পেসার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়ে বাংলাদেশ ও বিপিএলের সেরা বোলিং রেকর্ড গড়েছেন তাসকিন আহমেদ।
আরও পড়ুন… ৪৫০ কোটি টাকার চিটফান্ড, দুর্নীতির শিকার শুভমন গিল! চার ক্রিকেটারকে তলব করল CID
এ দিনের ম্যাচের পরে তাসকিন আহমেদ বলেন, ‘আজ মজার একটা ঘটনা ঘটেছে। আমাদের দলের ম্যাসিওর আনোয়ার বলছিল, ভাই আপনি আজ চার উইকেট পাবেন। তখন তাঁকে বলেছিলাম, যদি আপনি এমনটা চান তাহলে সেটা ঈশ্বরের কাছেই বেশি করে চান। ৮ উইকেটও তো হতে পারে। দেখুন আজকেই ৭ উইকেট পেয়ে গেছি!’
আরও পড়ুন… ১৯ রানে ৭ উইকেট! মহম্মদ আমিরকে টপকে BPL-এ ইতিহাস গড়লেন তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ বিশ্বের তৃতীয় সেরা বোলার হয়েছেন যিনি টি টোয়েন্টিতে এক ম্যাচে সাত উইকেট নিলেন। এমন কীর্তি গড়ে নিজের বড় ছেলে তাশফিনকে রেকর্ড উৎসর্গ করেছেন তাসকিন আহমেদ। এই আনন্দ সকলের সঙ্গে শেয়ার করেছেন তিনি। ঢাকার বিরুদ্ধে ৭ উইকেটের জয় শেষে সাংবাদিক সম্মেলনে তাসকিন বলেছেন, ‘যদি ভালো করি বা উইকেট পাই আমার ছেলে এবং বাবা খুশি হয়।’
এরপরে তিনি বলেন, ‘ওদের সমর্থন আমার বড় অনুপ্রেরণা। যে দিন আমি ভালো বোলিং করতে পারি না, সে দিন তাশফিন মন খারাপ করে। আজ নিশ্চিত, সে অনেক খুশি। এটা তাশফিনের জন্যই।’ এর বাইরে মজার এক গল্পও শুনিয়েছেন তাসকিন। আজকের পারফরম্যান্সের পিছনে বলা যায় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।