শীঘ্রই ম൩া হতে চলেছেন অহনা দত্ত। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। ঘোষণা মতো অগস্ট মাসেই প্রথমবার মাতৃত্বের সুখ পাবেন অহনা। কিন্🔯তু সন্তান আসার আগে যে সাধ খাওয়ার রীতি সেটা মানেন না অভিনেত্রী! কেন?
কী ঘটেছে?
অহনা দত্ত ওরফে ছোট পর্দার মিশকা সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি সাধের রীতি বা নিয়মটি মানেন না। অভিনেত্রীর যুক্তি, 'আমি বা দীপঙ্কর (দীপঙ্কর রায়, অভিনেত্রীর স্বামী) কেউই মানি ♐না এই সাধে🐼র বিষয়টা। আগেকার দিনে মেয়েদের সাধ খাওয়ানো যে ভাবনা থেকে সেটা এখন আর চলে না। বাচ্চা হতে গিয়ে কেউ যদি মারা যায় সেই ভাবনা থেকে তাঁদের সন্তান হওয়ার আগে সাধের খাওয়া খাওয়ানো হতো।'
তবে সাধের নিয়ম না মানলেও ছোট করে একটি অনুষ্ঠান হবে অহনার জন্য। অভিনেত্রীর স্বামী দীপঙ্কর রায় সেটার আয়োজন করবেন তাঁদের ঘনিষ্ট কিছু জনকে নিয়ে। তবে সেই অনুষ্ঠানের মেনুতে কী কী থাকবে জানা যায়নি এখনও। তবে অহনা𝓀 নিরামিষ পদ সহ ভেটকি মাছের পাতুরি কিংবা রসগোল্লা খেতে ভীষণ পছন্দ করে♛ন সেগুলো থাকবে কিনা মেনুতে সময়ই বলবে। সন্তান আসার আগে এই সময় অহনা নাকি চুটিয়ে মিষ্টি খাচ্ছেন বলেই জানা গিয়েছে। এছাড়া মাছেরও ভক্ত মিশকা।
আরও পড়ুন: শিক্ষকদের গায়ে হ𝓰াত! মমতা-TMC-🏅কে ধিক্কার ঋদ্ধির, লিখলেন, 'আপনাদের পতনের সময় আসন্ন'
অহনা এবং দীপঙ্করের প্রসঙ্গে
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, চলতি বছরের গোড়ার দিকে অহনা দত্ত এবং দীপঙ্কর তাঁদের বিয়ের কথা প্রকাশ্যে আনেন। তারপরই জানꦕান তাঁদের🌃 প্রথম সন্তান আসছে। অগস্ট মাসে ভূমিষ্ট হবে তাঁদের সন্তান। তাঁদের সম্পর্ক মানেননি অভিনেত্রীর মা, দুজনের বর্তমানে যোগাযোগ নেই। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরেই অহনা পেয়েছেন খ্যাতি। এই ধারাবাহিকের সেটেই দীপঙ্করের সঙ্গে আলাপ তাঁর। এরপর মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ হিসেবেও ধরা দিয়েছেন বড় পর্দায়, কাজ করেছেন ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে। বর্তমানে সেই মিশকা ওরফে অহনা দত্ত মাতৃত্বকালীন ছুটিতে আছেন।