বাংলা নিউজ > বায়োস্কোপ > বাবিলের কান্নাকাটিতে ওঠে প্রশ্ন, বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ কি ‘মানসিক স্বাস্থ্য’-এ প্রভাব ফেলে? কী বলছেন বাংলার তারকারা

বাবিলের কান্নাকাটিতে ওঠে প্রশ্ন, বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ কি ‘মানসিক স্বাস্থ্য’-এ প্রভাব ফেলে? কী বলছেন বাংলার তারকারা

বিনোদন ইন্ডাস্ট্রি ও মানসিক স্বাস্থ্য নিয়ে কী বললেন শ্রীলেখা, অপরাজিতা, ভাস্বর, বিশ্বনাথরা?

বেশকিছু আগের ঘটনা। সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয় হয়ে উঠেছিলেন বাবিল খান। কাঁদতে কাঁদতে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ইরফান পুত্র। বাবিলকে বলতে শোনা যায়, 'বলিউড এতটাই f**🌌*। বলিউড 🎶এতটা খারাপ।’ বাবিলের এই ভিডিয়োর পরই প্রশ্ন ওঠে তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে…। যদিও পরে ভিডিয়োটি ডিলিট করে দেওয়া হয়।

কিন্তু♈ বাবিলের এই ভিডিয়োর পরই অনেকেই প্রশ্ন তোলেন ফিল্ম ইন্ডাস্ট্রি বা বিনোদন দুনিয়ায় কাজ কি মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব🗹 ফেলে? এবিষয়ে Hindustan Times Bangla-র সঙ্গে এই বিষয় নিয়ে কথা বললেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা ব্যক্তিত্বরা।

শ্রীলেখা মিত্র

‘এখন যখন বাবিল খান বলিউডকে Fake (ফেক) বলছেন তখন এটা নিয়ে কথা🌃 হচ্ছে। আমি একথা ৫ বছর আগে বলেছিলাম, তখন কেউ কেউ বুঝেছিলেন, তবে অনেকেই আমার খামতি খোঁজার চেষ্টা করেছিলেন। কেউ বলেছিলেন, আমি নাকি ভিকটিম কার্ড খেলছি, আমি মিথ্যেবাদী! আজ যখন আরও মানুষ এটা নিয়ে কথা বলছেন, তখন অনেকেই বুঝতেꩲ পারছেন।’

শ্রীলেখার বক্তব্য, ‘৫ বছর আগে সুশান্ত সিংয়ের মৃত্যুটা আমায় ধাক্কা দিয়েছিল। নিজের কাজকে ভিত্তি করেই এগোব ঠিক করে ইন্ডাস্ট্রিতে এসেছিলাম। আসলে যে কাজটা পারে, সে নিজের কাজ নিয়ে কখনও নিরাপত্তাহীনতায় ভোগে না। এটাই আশা করে যে, আমার কাজের নিরিখে আমি কাজ পাব। কিন্তু এখানে তো ট্যালেন্টটা গৌণ, মুখ্য হয় PR (প্রচার), কার সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক তার উপর। কেউ আবার নিজের ট্যালেন্টের কথা বললে, সেখানে খামতি খোঁজার চেষ্টা হয়। তাহলে🃏 এবার বলতে হবে আমার মতো বাবিল খানও…। যদিও জানি না, উনি নেশাগ্রস্ত অবস্থায় ছিল কি না!'

শ্রীলেখা বলেন, ‘বাবিল তো কম বয়সি, ইরফান খানের ছেলে বাবিলকেও আজ এই কথাগুলো বলতে হচ্ছে। এটা থেকেই বোঝা যায়, কতটা মানসিক চাপের মধ্যে♕ থাকতে হয়েছে ওকে।’

তাহলে কি যাঁরা অভিনয় জগতের সঙ্🍸গে জড়িত, তাঁদের মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে এই পেশা? এখানকার ‘বিষাক্ত সংস্কৃতি’ তাঁদের খারাপ পরিণতির দিকে ঠেলে দিতে পারে?

শ্রীলেখা বলেন, ‘অবশ্যই এটা মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। আমি এবিষয়ে ১০০ শতাংশ সহমত।’ তাঁর দাবি, ‘গুটি কয়েক মানুষের স্বার্থপরতার জন্য, লোভের জন্য, তাঁরাই শুধু কাজ করবে, আর কেউ নয়। আমরা আওয়াজ তুলি না, আমরা অন্যায়টাকে মেনে নিয়েছি। আর সেই কারণেই এমন করুণ প♓রিস্থিতি সৃষ্টি হয়েছে। '

আরও পড়ুন-‘৩ সাবজেক্টেಌ অল ইন্ডিয়া ১২.৫ র‍্যাঙ্কিং’, CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কেমন ফল করল ‘পূবের ময়না’ ঐশানী?

আরও পড়ুন-বিজ্ঞানের ছাত্রী, কেমন হলಌ পর্দার 'আরশি' মোহনা মাইতির CBSE-র দ্বাদশ শ্রেণির ফল? কোন স্কুলে🅷 পড়তেন?

এদিকে ফিল্ম ইন্ডাস্ট্রি বা বিনোদন জগতে কাজ সত্যিই অতিরিক্ত💝 মানসিক চাপ তৈরি করে বা মানসিক স্বাস্থ্য়ের ক্ষেত্রে কি সমস্যা তৈর🦹ি করে? এবিষয়ে কথা বলেছেন অপরাজিতা আঢ্য, ঋতব্রত মুখোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসুরাও।

অপরাজিতা আঢ্য

সব ইন্ডাস্ট্রিতে কাজ করাটাই চাপের। কাজ পাওয়াটাই আসলে খুব কষ্টের। প্রথম জীবনে যখন পড়াশোনা করতাম, তখন মনে হত কী কঠিন, ছাড়লে বাঁচি। পরবর্তীকালে যখন রোজগার করতে এলাম, তখন মনে হল টাকা-পয়সা আয় করাটা বেশি চাপের। তা সে যে ইন্ডস্ট্রিতেই কাজ করুন না কেন। আর এবার🔴 যদি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা হয়, তাহলে বলব, এখানে প্রতিদিন বহু মানুষ আসেন, আবার বহুজন হারিয়ে যান। আমি যে এই ইন্ডাস্ট্রিতে ২৮ বছর কাজ করছি, সেটা আমার কাছে গুরুর কৃপা।

শিল্পীদের ক্ষেত্রেও যেটা হয় তা হল, একটা সময় হয়ত প্রচণ্ড কাজ করলাম, তারপর হঠাৎ করেই দেখছি কাজ নেই, এটা এই ইন্ডাস্ট্রির প্যাটার্ন। এটা একটা মানসিক অবসাদ ন✱িয়ে আসে তো বটেই। তার জন্য ইন্ডাস্ট্রিকে খারাপ বলব না, এটা এখানকার ধরণ। আমরা যেসময় TV প্রচুর কাজ করেছি, তখন সেটা ছিল টেলিভিশনের গোল্ডেন পিরিয়ড, এখন আর সেটা নেই। সিনেমার ক্ষেত্রেও এই গড়ন ও ধরণ সবই পাল্টে গেছে। কাজ করতে গেলে এখানকার সবকিছুর সঙ্গে অ্যাডজাস্ট করেই চলতে হবে।

তবে হ্যাঁ, কিছু Fake মানুষ লোকজনকে exploit (ব্যবহার) করেন। এমনকি কাজ দেওয়ার নামে অনেকে টাকাও চান। এধরনের বিষয় তো আছেই, থাকবেও হয়ত🐼। তবে তারজন্য আমি সবটাই খারাপ, বা 'ফেক' বলে তকমা 💮লাগিয়ে দেব না।

ঋতব্রত মুখোপাধ্যায়

আমাদের এখানে এখন একটাই মানসিক চাপ, যে কাজ নেই। যেখানে কাজটাই নেই, সেখানে আর নতুনཧ কী মানসিক চাপ তৈরি হবে? কাজ হলে তবে তো মানসিক চাপ বা অন্য কোনও বিষয় তৈরি হওয়ার জায়গা থাকে। কাজই যেখানে বন্ধ হওয়ার অবস্থায়,তখন সেটা নিয়ে আর কিছু বলতে চাই না।

ভাস্বর চট্টোপাধ্যায়

হ্য়াঁ, মানসিক স্বাস্থ্য়ের ক্ষতি করেই। বড় ক্ষতি না হলেও চাপ সবসময়ই থাকে। সেটা যে কোনও ফিল্ডেই থাকে। আমি কীভাবে কাজটা ডেলিভার করছি, সেই চাপটা তো থাকেই। কারণ, ꦍকেমন কাজ করছি, তার উপর আমার কাজ পাওয়াটাও নির্ভর করে। আর এটা তো রিজিওনাল মার্কেট এখানে যেমন চাপ আছে, সেখানে বাবিল খান তো জাতীয় স্তরে কাজ করেন। সেটা আরও বড় মার্কেট। তার উপর ও ইরফান খানের ছেল💞ে, সেজন্যও কিছুটা হলেও অতিরিক্ত চাপ তৈরি হয়। এক্ষেত্রে সারাক্ষণ একটা তুলনা আসতে থাকে।

এই প্র♉জন্মের ছেলেমেয়েদের সঙ্গে কথা বলে বুঝেছি ওদের উপর একটা চাপ থাকেই। কারণ, কাজ হিট করলেও ঠিক আছে নাহলে ওরা খুবই চিন্তিত হয়ে পড়ে। কারণ পরের কাজটা পাবে কিনা, চ্যানেল নেবে কিনা! এই সব নানান চাপ থাকে। টার্গেটের মতো। আমাদের এখানে টার্গেট আপনি কটা সিনেমা বা সিরিয়াল হিট দিলেন? আর এখন মꦡানুষের হাতে রিমোর্ট, চাইলেই ঘুরিয়ে দিচ্ছেন। যদিও অভিনেতাদের ভালো অভিনয় করা ছাড়া আর কিছু করার থাকে না এখানে।

বিশ্বনাথ বসু

এই মানসিক চাপ পৃথিবীর সব পেশাতেই আছে। তবে আমার মনে হয় না, আমাদের পেশায় অতিরিক্ত মানসিক চাপ হওয়ার কারণ এক্সপেক্টটেশন (আশা/চাহিদা) যদি পাহাড়সম চাহিদা থাকে, তাহলে সবসময়ই কষ্ট পেতে হবে। আমি তো এখানে অভিনয় করতে এসেছি, সেই কাজটাই করব। এবার কাজট🍌া যদি কেউ আমার থেকেও ভালো করে তাহলে আমাকে আরও ভালো করতে হবে। কিন্তু সব জেনেই এখানে এসেছি।

তবে আমি বলব, কেউ যখন কোনও চাকরি করতেও যাই, তখনও সে মাইনে কত জেনেই যায়। জানি যে, সেই টাকাতেই আমায় চালাতে হবে। তারপর যদি ভাবি, আমার এইটুকু রোজগার তাই ঘুষ নিতে হবে, সেটা ভ🔯াবলে কি ঠিক হবে? আমি ইন্ডাস্ট্রি মানে কাজটা বুঝি, অবশ্যই অসুবিধা থাকবে, কারণ এখানে লাইফস্টাইল তৈরি হয়ে যায়। তবে কাজটাকে ভালো বাসলে মানসিক এড়ানো না। তবে হ্যাঁ দী𝕴র্ঘসময় কাজ না পেলে সেটা অবশ্য কষ্টের জায়গায়। তবে পলিটিক্স বা অন্যরকম জটিলতা নিয়ে আমি ভাবতে রাজি নই। সিনেমা, সিরিয়ালে কাজ না পেলে, আমি যাত্রা করব, থিয়েটার করব, অ্যাঙ্কারিং করব, হোটেলে গান গাইব। আসলে পজিটিভ থাকতে হবে, চালিয়ে যেতে হবে, হেরে গেলে হবে না।

-----

বায়োস্কোপ খবর

Latest News

মুস্তাফিজুরের IPL খেলা আটকাতে পারল না BCB, দেশের খেলা ছেড়ে DC-র হ🐽য়ে মাঠে𝓀 নামবেন মমতা বন্দ্যোপ🐻াধ্যায় উদয়ন পণ্ডিতদের কণ্ঠরোধ করতে চাইছেন: সুকান্ত কলকাতা লিগে বা꧋ড়ল ভূমিপুত্রের সংখ্যা! তবু ক্রীড়ামন্ত্রীর টাꦿর্গেটে পৌঁছল না IFA চড়কের দিন নয়, দুর্গাপুরের আমরাই গ্রামে গ♏াজন হয় বুদ্ধ পূর্ণিমাত🧔ে, কেন এই রীতি? দিনে ১ লাখ লিটার! আমূল দু𓃲ধে ভাসবে বাংলার পাশের রাজ্য, বড় অনুমোদন মন্ꦜত্রিসভার সেনাকে শক্তিশালী করতে মরি✨য়া!প্রতিরক্ষায় অতিরিক্ত ৫০,০০০কোটি বরাদ্দের প্রস্তুতি 🔜বরফে মোড়া মাকালুতেও আবর♔্জনা! সরাল আইটিবিপি, প্রশংসায় ভরিয়ে দিলেন শাহ মানেন না🔴 সাধের রীতি, তবুও ছোট করে🅰 হবে অনুষ্ঠান! অহনার বিশেষ দিনে মেনুতে থাকছে কী 'যুদ্ধ থামানোর ব্যাপারে...,'ভারতের প্রত্যাঘাতে বিধ্বস্ত, সꩲুর নরম পাকꦬিস্তানের ঘরেಌর জানালায় ঝুলিয়ে ফেলুন ড্রিম ক্যাচার, এই𓆉 ৭ সুখ বয়ে আনবে সংসারে!

Latest entertainment News in Bangla

মানেন না সাধের র꧋ীতি, তবুও ছোট করে হবে অনুষ্ঠান! অহনার বিশেষ দিনে মেনুতে থাকছে কী শরীরে এখনও রয়েছে সংক্রমণ, হয়ে𝔉ছে অস্ত্রোপচার! এখন কেমন আছেন প্রভাত রায়? গোবিন্দাকে বাড়ি থেকে শ্যু🥂টিংয়ে তুলে নিয়ে যেতেন অমিতাভ, কিন্তু কেন এমন করতেন বি বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ কি ‘মানসিক স্ব🦄াস্থ্য’-এ প্রভ𓆉াব ফেলে? কী বলছেন তারকারা? অপারেশন সিঁদুর ꦺটিশার্টে একেন বাবুর প্রিমিয়ারে টোটা, জানুন কোথা থেকে কিনবেন শাহরুখ থেকে আয়ুষ♏্মান, যখন একে অপরের ঠোঁটে ঠোঁট রেখেছিলেন পুরুষ অভিনেতারা… 'রেনবো জেলি'র ঘোতনের হাতে এল 'পক্ষীরাজের ডিম', তার𝓰পর? কবে শুরু রূপকথার যাত্রা? শাহরুখ-সলমন নন, টানা ৮টি ২০০ কোটির সুপারহিট ছবি উপহার দিয়েছেন এই তা🉐রকা, কে তিনি DBD-তে সলমন-মাধুরীর স্ম🅘ৃতি ফেরালেন অঙ্কুশ-কৌশানি! কোন গানে মঞ্চে ঝড় তুললেন🌠? গানের পাশাপাশিꦰ এবার ব্লগিং শুরু অরিজিতের! কার উদ্দেশ্যে বললেন ‘বেশি প্রত্যাশা…’

IPL 2025 News in Bangla

মুস্তাফিজুরের IPL খেলা আটকাতে পারল না BCB, দেশ🃏ের খেলা ছেড়ে DC-র হয়ে মাঠে নামবেন দ🍸িল্লি ক্যাপিটালসের জন্য বড় ধাক্কা! আইপিএল ২০২৫-এ আর খেলবেন না ফ্যাফ ডু 🧔প্লেসি কে বলে RCB ট্রফি জেতেনি? IPL 2025 ফের শুরু হওয়ার আগে নিন্দু🗹কদের ভুল ধরালেꦛন রজত 🌟ভিডিয়ো: তুমি খুশি তো? টেস্টে অবসর নেওয়ার পরে বিরাট কোহলির উত্তরে অবাক ভক্তেরা ফিরছেন হেজেলউড, IPL 2025-এ KKR-এর ব⛄িরুদ্ধে নামার আগেই RCB শিবিরে এল স্বস্তির খবর বড় ধাক্কা 𝄹খেল DC! IPL 2025𝓡-এর বাকি ম্যাচ খেলতে ফিরবেন না মিচেল স্টার্ক বিদেশিদের উপর চাপ দিচ্ছে BCCI, এখনই IPL বন্ধ হও💖য়া উচিত… জনসনের বিস্ফোরক মন্তব্য টেস্টে বꦿ্যাট ছাড়ার পরে কোহলির হাতে উঠল জপ কাউন্টিং মেশিন! শান্তির খোঁজে বিরাট রিকেলটন ও জ্যাকসের পরিবর্ত পেয়ে গেল M💦I! জনি ও গ্লিসনের সঙ্গে চুক্তি প্রায় পাকা ভিডিয়ো: চলে যাও… বিমানবন্দরে ভক্তের ব্যবহারে রেগে লাল DC-র ♕অজি পেসার স্টার্ক

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.
caco88