২৫ বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন নতুন গাড়ি কিনলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ, কনটেন্ট ক্রিয়েটর অনন্যা গুহ। যাকে একসময় দর্শক চিনতেন ‘মুন্নি’ নামে। আপাতত অনন্যা কাজ করছেন মিত্তির বাড়ি ধারাবাহিকে। বয়স সবে পেরিয়েছে ২০-র কোঠা, এরই মাঝে একেবারে দুর্দান্ত বিলাসবহুল গাড়ি কিনে ফেলেছেন তিনি। দাম যার 🗹১০ লাখেরও বেশি। 🍸তবে গাড়ি কেনার ভিডিয়োতে, অনন্যকে তুলোধনা করা হল তাঁর পোশাক নিয়ে।
একটি ভিডিয়ো শেয়ার করে, গাড়ির শো রুমে যাওয়া, সুন্দর কর🍷ে সাজুগুজু করা, এরপর গাড়ি কেনার পর কেক কেটে সেলিব্রেশনের ফুটেজও রয়েছে তাতে। এই বিশেষ দিনে, অনন্যা সেজেছিলেন কালো স্কিন টাইট জিন্স, বুট ও বডি হাগিং ব্রা কাট টপে। আর তা দেখেই ট্রোল শুরু সোশ্যাল মিডিয়ার। যুক্তি, শ্বশুর-শাশুড়ি থাকার পরেও, কীভাবে এমন ‘শরীর দেখানো’ পোশাক বাছলেন তিনি।
তবে হবু বউ অনন্যাকে নিয়ে ট্রোল হতেই, খচে লাল অনন্যর বাগদত্ত সুশান্ত কুন্ডু। রীতিমতো তেড়েফুড়ে জবব দিলেন তিনি। একজন কমেন্টে লেখেন, ‘বাবা-মা, শ্বশুর-শাশুড়💙ির সামনে এই পোশাক, খুব বাজে লাগছে।’ আর এই কমেন্টের জবাবেই পেশায় ইঞ্জিনিয়র ও কনটেন্ট ক্রিয়েটর সুকান্ত লেখেন, ‘বাবা-মা, শ্বশুর-শাশুড়ির কোনো সমস্য নেই, আপনাদেরই যত সমস্যা। নিজের চরকায় তেল দিন না, এত তেল রাখেন কোথায়।’
তবে দেখা গেল সুকান্তকে পালটা জবাব দিয়ে আরেকজন কমেন্টে লেখেন, ‘সুশা💧লীন পোশাক-আশাক একটা মানুষের ব্যক্তিত্বকে ফღুটিয়ে তোলে! সমাজে চলতে হলে নিয়মকানুন মেনে চলতে হয়। এসব নোংরা পোশাক-আশাক এবং কর্মকান্ডের কারণে বর্তমান সমাজ বেহায়পোনাতে ভরে যাচ্ছে !’
আরও পড়ুন: পাকিস্তান ‘আরশোলা’, মানচিত্র থে𓂃কে মুছে ফেলার দাবি কঙ্গনার! এখন তিনি ভারত ছেড়ে যাচ্ছেন এই দেশে

অনন্যা ও সুকান্তের সম্পর্ক:
১৮ পেরনোর আগেই, সুকান্ত কুণ্ডর সঙ্গে প্রেম শুরু অনন্যা গুহর। আর ২০ পেরোতে না পেরোতেই করে ফেলেছেন এনগেজমেন্ট। খবর রয়েছে যে, চলতি বছরে দুজন গাঁটছড়াও বাঁধতে পারেন। তবে এনগেজমেন্টের আগেও, কখনো সুকান্তর ফ্ল্যাটে অনন্যার যাওয়া নিয়ে, আবর কখনো অনন্যার বাড়িতে প্রেমিক সুকান্তর ‘জামাই আদর’ পাওয়া নিয়ে হয়েছে ট্রোল। যদিও বরাবরই, এ꧅ভা🥀বেই ট্রোলের মুখ বব্ধ করেছেন তাঁরা।