২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা 'উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক' বক্স অফিসে সুপারহিট ছিল। এই সিনেমাটিই ভিকি কৌশলের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এছাড়াও যুদ্ধের পরিস্থিতির উপর তৈরি অনেক সিনেমা রয়েছে, যা জনগণের থেকে প্রচুর ভালোবাসাও পেয়েছে। 𒉰এবার ২০২৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে চলা এই উত্তেজনা ও অপরেশন সিঁদুর নিয়ে সিনেমা বানানোর ধুম পড়ে গিয়েছে।
তবে ‘অপারেশন সিঁদুর’ সিনেমার পোস্টার আসতেই চটল আমজনতা। যেখানে সীমন্তে সেনা জওয়ানরা নিজেদের জীবনের ঝুঁকি𒐪 নিয়ে লড়াই করছেন, সেখানে সিনেমার পোস্টার আসাকে ভালো চোখে নিতে পারছে না কেউই।
বিতর্কে ‘অপারেশন সিঁদুর’ সিনেমার প্রথম পোস্টার
খবর আগেই ছিল যে, একজন-দু'জন নয়, অনেক সিনেমা পরিচালকই তাদের সিনেমার জন্য 'Operation Sindoor' টাইটেল রেজিস্টার করার আবেদন করেছেন। কিন্তু এই টাইটেলটি আসলে কে পাবে তার উত্তর এখনও পাওয়া যায়নি। এখন ভারত ও পাকিস্তানের মধ্📖যে চলা যুদ্ধের মধ্যে পরিচালক উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্ত এই বিষয়টি নিয়ে সিনেমা তৈরির ঘোষণা করে ফেলেছেন। এই সিনেমার প্রযোজনা করবেন নিকি ভিকি ভগনানি ফিল্মস ও দ্য কনটেন্ট ইঞ্জিনিয়ার। পোস্টার প্রকাশ করে নির্মাতারা এই বিষয়টি আনেন সমনে
‘যুদ্ধ শেষও হয়নি, এসে গেল সিনেমার পোস্টার’
পোস্টারে যুদ্ধের পরিস্থি♊তির ব্যাক﷽গ্রাউন্ডের সামনে, ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানকে হাতে বন্দুক ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। পোস্টারে সিনেমার টাইটেল 'অপরেশন সিঁদুর'-এর আগে 'ভারত মাতা কি জয়' লেখা হয়েছে। পোস্টারটি পছন্দ হবে কি না, সেটা তো দূরের কথা, এই মুহূর্তে নির্মাতাদের এই সিনেমার ঘোষণাই মেনে নিতে পারছে না কেউ। প্রায় সকলেই, নির্মাতাদের তীব্র নিন্দা করেছেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী পোস্টারের কমেন্ট সেকশনে লিখেছেন, ‘বর্তমানে চলা যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা, তাও আবার AI দিয়ে তৈরি একটি পোস্টারের মাধ্যমে। এটা নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে গিয়েছে।’
নেটপাড়র তীব্র ভর্ৎসনা- ‘লজ্জা হওয়া উচিত’
একজন ফলোয়ার কমেন্ট করেছেন, ‘নিজেকে এবং নিজের দেশকে🎐 হাস্যকর করে তুলবেন না।’ আরেকজন ইনস্টা ব্যবহারকারী লিখেছেন, ‘আপনাের এবং পুরো বলিউডের লজ্জা হওয়া উচিত সবকিছুকে টাকা ছাপানোর রাস্তা বানানোর জন্য। অপরেশন সিঁদুর এখনও শেষও হয়নি, আর আপনারা এখনই এই উদ্বেগজনক পরিস্থিতির ফায়দা তোলার চেষ্টা করছেন।’
আরেকজন ব্যক্তি লিখেছেন, ‘যুদ্ধ এখন🀅ও চলছে বন্ধু।’ অন্য একজন লিখেছেন, ‘মার্কেট থেকে প্রোডাকশনের জন্য টাকা তোলার নিনজা টেকনিক।’